Skip to content

রিজেক্ট করেছিলেন সোনু, পাশে ছিলেন শ্রেয়া! রহমানের এক কথাতেই আমূল বদলে গিয়েছে জুবিন নওটিয়ালের জীবন

    img 20220618 113648

    বর্তমান প্রজন্মের জনপ্রিয় সঙ্গীতশিল্পীদের মধ্যে জুবিন নওটিয়াল (zubin nautiyal) অন্যতম। তাঁর সুরের জাদুতে মুগ্ধ গোটা দেশবাসী। তবে জানেন কি, আজকের দিনে যে গায়কের গান শুনে পাগল হচ্ছে শ্রোতারা, একটা সময় জনপ্রিয় রিয়্যালিটি শো থেকে বাদ দেওয়া হয়েছিল তাঁকে।

    ‘এক্স ফ্যাক্টর’ একটি রিয়্যালিটি শোতে বেশ কিছু বছর আগে অংশ্রগ্রহণ করেছিলেন জুবিন নওটিয়াল। সেখানে আর সকল প্রতিযোগীর মত তিনিও ছিলেন একজন। কিন্তু সেখানে গিয়ে খুব বেশিদিন টিকে থাকতে পারেননি তিনি।

    img 20220618 113703

    সেইসময় ‘এক্স ফ্যাক্টর’ রিয়্যালিটি শোতে বিচারকের আসনে ছিলেন সোনু নিগম এবং শ্রেয়া ঘোষাল। শো চলাকালীন সোনু নিগম তাঁকে রিজেক্ট করলেও, পাশে দাঁড়িয়েছিলেন শ্রেয়া ঘোষাল। আরও একবার লড়াই করার সুযোগ পান তিনি। কিন্তু বেশিদিন সেখানে থাকতে পারেননি, কয়েকটি পর্ব পার করেই বাদ হয়ে যেতে হয় তাঁকে।

    এরপর ২০০৮ সালে একটি অনুষ্ঠানে অতিথি বিচারক হয়ে আমন্ত্রণ পেয়েছিলেন এ আর রহমান। বিন্দুমাত্র অপেক্ষা না করেই, এ আর রহমানের সঙ্গে দেখা করার সুযোগটা হারাতে চাননি জুবিন নওটিয়াল (zubin nautiyal)। সেখানে গিয়ে এ আর রহমানের থেকে কিছু উপদেশ পাওয়ার পর, আমূল বদলে যায় জুবিন নওটিয়ালের জীবন।

    img 20220618 113738

    সেদিন জুবিনের গান শুনে অস্কারজয়ী গায়ক এ আর রহমান বলেছিলেন, ‘অন্যদের থেকে বেশ আলাদা তোমার গলার স্বর। তোমার গলার স্বর আরও একটু ভারি হোক, আরও একটু বয়স বাড়ুক, ততদিন একটু ধৈর্য্য ধরে ২-৩ বছর অপেক্ষা করতে হবে তোমাকে’।

    সেদিনের এ আর রহমানের এই কথাগুলো বেদবাক্যের মত করে মনে রেখেছিলেন জুবিন। আজ তার ফলই পাচ্ছে গোটা দেশ। ছবির গান থেকে শুরু করে লাইভ কনসার্ট- সবেতেই জুবিন নওটিয়ালের (zubin nautiyal) গানে পাগল শ্রোতারা। ‘কবীর সিং’ ছবির গান খ্যাত এই গায়ক সদ্য ৩২ -র গন্ডি পার করে ৩৩ বছরে পড়েছেন। এই বয়সেই তাঁর গানে মুগ্ধ অগণিত ভক্তরা।