Skip to content

এই ধারাবাহিকের বিরুদ্ধে রায় দিয়েছেন ৬৩ শতাংশ মানুষ, বেরিয়ে এল জি বাংলার সবথেকে ফালতু সিরিয়ালের নাম

    img 20220711 121342

    বিনোদনের ক্ষেত্রে বিভিন্ন চ্যানেলের মধ্যে টিআরপি নিয়ে ব্যাপক রেষারেষি হয়। ধারাবাহিকের (serial) হিসাবে দেখা যায়, কোন চ্যানেল মানুষ বেশি দেখছে। কোন চ্যানেলের ধারাবাহিক মানুষের বেশি পছন্দের। তবে এই প্রতিযোগিতার দৌড়ে স্টার জলসা (star jalsa) এবং জি বাংলা (zee bangla) সামিল রয়েছে। কখনও স্টার জলসাকে টেক্কা দিয়ে এগিয়ে যায় জি বাংলা। আবার কখনও জি বাংলাকে টেক্কা দিয়ে এগিয়ে যায় স্টার জলসা।

    img 20220711 120925

    তবে বর্তমান দিনে নতুন ধারাবাহিকে (serial) ভরপুর থাকলেও, জি বাংলার বেশকিছু ধারাবাহিক টিআরপির তালিকায় প্রথম দিক তো দূরের কথা প্রথম ১০-র মধ্যেও স্থান পাচ্ছে না। তার মধ্যে রয়েছে উড়ন তুবড়ি (Uron Tubri), উমা (Uma), পিলু (Pilu) এই সকল ধারাবাহিক। একসময় সেরা দশের প্রথম দিকে থাকলেও, বর্তমানে উমা কোনরকমে সেরা ১০-র মধ্যে থাকলেও, পিলু ছিটকে গিয়েছে এই প্রতিযোগিতা থেকে।

    img 20220711 121019

    নেটিজনদের মধ্যে আবার এই সকল ধারাবাহিক নিয়ে নানারকম ঠাট্টা তামাশা চলে। আসল বিষয় হল, দর্শকদের বিচারে জি বাংলার এই তিন ধারাবাহিক বেশ অনেকটাই পিছিয়ে রয়েছে। তবে দর্শকদের বিচারে কিছুটা হলেও এগিয়ে রয়েছে ধারাবাহিক ‘পিলু’ (Pilu)। কারোণ দর্শকদের বিচারে ৮ শতাংশ মানুষ এই ধারাবাহিকের বিরুদ্ধে রায় দিয়েছেন।

    img 20220711 121109

    অন্যদিকে নতুন শুরু হলেও দর্শকদের মনে সেভাবে দাগ কাটতে পারেনি ধারাবাহিক ‘উড়ন তুবড়ি’ (Uron Tubri)। রিপোর্ট বলছে ৬৩ শতাংশ মানুষ এই ধারাবাহিকের বিরুদ্ধে ভোট দিয়েছেন। আবার ১৬ শতাংশ মানুষের অপছন্দের তালিকায় রয়েছে ধারাবাহিক ‘উমা’ (Uma)। যার ফলে অনেক সময় কিছু ধারাবাহিকের (serial) গল্প সেভাবে দর্শকদের আকর্ষণ করতে না পারলে, তা বন্ধের ডাকও ওঠে।