একটি সপ্তাহ পার করে চলে এল আরও এক সপ্তাহ। আর এই নতুন সপ্তাহের মাঝেই প্রিয় ধারাবাহিক (serial) রেটিং-র তালিকার ঠিক কততম স্থানে রয়েছে, তা জানার জন্য উন্মুখ হয়ে থাকেন ধারাবাহিক প্রেমীরা। তবে এবারের এই টিআরপি (trp) রেটিং-এ এল বড়সড় বদল। বেশকিছু পিছিয়ে গেল একসময়কার প্রথম স্থানে থাকা ধারাবাহিক। অন্যদিকে এই টিআরপির দৌড়ে বেশকিছুটা এগিয়ে এল অনেক নতুন ধারাবাহিক। দেখে নিন তালিকা-
প্রথম- গাঁটছড়া- স্টার জলসা- ৮.৪
দ্বিতীয়- আলতা ফড়িং- স্টার জলসা- ৭.৮
তৃতীয়- ধুলোকণা- স্টার জলসা- ৭.৬
চতুর্থ- গৌরী এলো- জি বাংলা- ৭.৩
পঞ্চম- মিঠাই- জি বাংলা- ৬.৬
ষষ্ঠ- অনুরাগের ছোঁয়া, জগদ্ধাত্রী- স্টার জলসা, জি বাংলা- ৬.৪
সপ্তম- লক্ষ্মী কাকিমা সুপারস্টার- জি বাংলা- ৬.৩
অষ্টম- সাহেবের চিঠি- স্টার জলসা- ৬খেলনা বাড়ি.২
নবম- খেলনা বাড়ি- জি বাংলা- ৫.৯
দশম- মাধবীলতা- স্টার জলসা- ৫.৭
রিপোর্ট বলছে, এই তালিকায় প্রথম স্থানে রয়েছে স্টার জলসার ধারাবাহিক (serial) ‘গাঁটছড়া’, পেয়েছে ৮.৪ নম্বর। তবে এই তালিলায় পঞ্চম স্থানে রয়েছে জি বাংলার ধারাবাহিক ‘মিঠাই’, পেয়েছে ৬.৬ পয়েন্ট। তবে একটা সময়ে পরপর বেশকিছু সপ্তাহ এই তালিকার প্রথম স্থানে জায়গা করে নিয়েছিল ধারাবাহিক ‘মিঠাই’। তবে বর্তমান সময়ে গল্পে নতুন মোড় এনেও দর্শকমহলে নিজের হারানো জায়গা ফিরে পাচ্ছে না ‘মিঠাই’। তবে ‘মিঠাই’ প্রেমীদের বক্তব্য খুব শীঘ্রই নিজের জায়গায় ফিরবে এই ধারাবাহিক।
তবে এই তালিকায় ৬.৪ পয়েন্ট পেয়ে ষষ্ঠ স্থানে জায়গা করে নিয়েছে জি বাংলার নতুন ধারাবাহিক ‘জগদ্ধাত্রী’। নতুন শুরু হলেও, দর্শকমহলে বেশ সাড়া ফেলেছে এই ধারাবাহিক (serial)। আবার স্টার জলসার ধারাবাহিক ‘মাধবীলতা’ও ৫.৭ পয়েন্ট পেয়ে জায়গা পেয়েছে দশম স্থানে।