Skip to content

সৌন্দর্য্যের পাশাপাশি রয়েছে অসাধারণ অভিনয় দক্ষতাও, সাউথের এই অভিনেত্রীদের পারিশ্রমিক জানলে অবাক হবেন আপনিও

  বর্তমান সময়ে বক্স অফিস কাপাচ্ছে একের পর এক দক্ষিণি সিনেমা। বাংলা, হিন্দি পেরিয়ে সম্প্রতি সময়ে দক্ষিণি ছবির দিকে বেশি ঝোঁক বাড়ছে দর্শকদের। পরবর্তী কোন দক্ষিণি ছবি মুক্তি পেতে চলেছে, সেই দিকেই তাকিয়ে রয়েছে দর্শককূল।

  শুধুমাত্র ছবি মুক্তির অপেক্ষা করেই থেমে থাকছে না দর্শকরা, পাশাপাশি দক্ষিণি তারকাদের ব্যক্তিগত জীবন সম্পর্কেও জানতে আগ্রহী হচ্ছে। ছবির ডায়লগ থেকে শুরু করে, নায়ক নায়িকার স্টাইল, এমনকি সিনেমার পেছনের গল্প জানতেও উৎসুক হচ্ছে জনতা।

  সাউথের প্রতি মানুষের ভালোবাসা থেকে এখন অনেক হিন্দি ছবিতেও বলি অভিনেতা অভিনেত্রীদের পাশাপাশি দেখা যাচ্ছে দক্ষিণি তারকাদেরও। যার ফলে সেই ছবি বেশি আকর্ষিত হচ্ছে দর্শকমহলে। তবে আজকে জেনে নিন সাউথের সুন্দরী অভিনেত্রীরা ঠিক কত টাকা পারিশ্রমিক নিচ্ছেন, তাঁদের এক একটি ছবি করার জন্য।

  রশ্মিকা মান্দানা (Rashmika Mandanna)– বর্তমান সময়ে জাতীয় ক্রাশে পরিণত হয়েছেন দক্ষিণি অভিনেত্রী রশ্মিকা মান্দান্না। সৌন্দর্য্যের পাশাপাশি অসাধারণ অভিনয় দক্ষতার জন্য আজকের দিনে সর্বত্রই ছড়িয়ে রয়েছে তাঁর অগণিত ভক্তকূল। জানা যায়, এক একটি ছবির জন্য ৩ কোটি টাকা পর্যন্ত পারিশ্রমিক নিয়ে থেকন এই অভিনেত্রী।

  অনুষ্কা শেট্টি (Anushka Shetty)- দক্ষিণের জনপ্রিয় নায়িকাদের মধ্যে অন্যতম হলেন ‘বাহুবলি’ খ্যাত অভিনেত্রী অনুষ্কা শেট্টি। শুধু ‘বাহুবলি’ই নয়, একাধিক ছবিতে নিজের অভিনয় দক্ষতা ফুটিয়ে তুলেছেন এই অভিনেত্রী। জানা যায়, এক একটি ছবির জন্য ৪ থেকে ৫ কোটি টাকা নিয়ে থাকেন এই অভিনেত্রী।

  সামান্থা প্রভু (Samantha Ruth Prabhu)– সম্প্রতি ‘পুস্পা’ ছবিতে আইটেম ডান্সের মাধ্যমে নিজের দুর্দান্ত নাচের প্রদর্শন করেছেন দক্ষিণী অভিনেত্রী সামান্থা প্রভু। আর তাঁর এই নাচ রাতের ঘুম উড়িয়েছে হাজারো হাজারো ভক্তদের। জানা যায়, এক একটি ছবির জন্য ২ থেকে আড়াই কোটি টাকা নেন এই অভিনেত্রী। জানিয়ে রাখি, দক্ষিণি স্টার নাগা চৈতন্যের সঙ্গে কিছুদিন আগেই বিবাহ বিচ্ছেদ হয়েছে সামান্থার।

  কাজল আগরওয়াল (Kajal Aggarwal)– সাউথের অন্ত্যম একজন সফল অভিনেত্রী হলেন কাজল আগরওয়াল। রিপোর্ট বলছে, এক একটি ছবির জন্য ২ কোটি টাকা নেন কাজল আগরওয়াল।

  পূজা হেগড়ে (Pooja Hegde)– বলিউড এবং দক্ষিণের একজন সফল অভিনেত্রী হলেন পূজা হেগড়ে। এক একটি ছবির জন্য ৩ কোটি টাকা পর্যন্ত নিয়ে থাকেন বলে জানা গিয়েছে।

  নয়নতারা (Nayanthara)– একাধিক সুপ্রাহিট ছবিতে দেখা গিয়েছে দক্ষিণি অভিনেত্রীকে নয়নতারাকে। জানা যায়, এক এক্টী ছবির জন্য ২ কোটি টাকা পারিশ্রমিক নেনে এই অভিনেত্রী।