Skip to content

যেতে হবে না সুইৎজারল্যান্ড, দেশে বসেই পেয়ে যাবেন বিদেশি স্থানের মনোরম দৃশ্য! ঘুরে দেখুন এই ৪ স্থান

    img 20220927 103322

    চারিদিকে তুষারে ঢাকা, পাহাড় বেষ্টিত, স্কি রিসর্ট, হ্রদ এবং সুন্দর দৃশ্যের মাঝে ছুটি কাটাতে সকলেই একবার না একবার আশা করে থাকেন। কিছু সাধ থাকলেও, সাধ্য বাঁধা দেয় এই সুন্দর মোনরম দৃশ্য উপভোগ করার জন্য। কারন এমন দৃশ্য পেতে গেলে আপনাকে পাড়ি দিতে হবে বিদেশ অর্থাৎ সুইৎজারল্যান্ড (switzerland)। তবে চিন্তার কোন কারণ নেই, এই দেশেই এমন কিছু স্থান আছে যা বাস্তবের সুইৎজারল্যান্ডের থেকে কোন অংশে কম কিছু না। আর সেসব জায়গা আপনার সাধ্যের মধ্যেই রয়েছে। আসুন দেখে নেওয়া যাক, এমনই কিছু জায়গার বিবরণ।

    img 20220928 113259

    জম্মু কাশ্মীর (Jammu Kashmir)- পৃথিবীর স্বর্গ বলা হয় কাশ্মীরকে। কিন্তু শীতকালে এই জায়গার আশ্চর্য রূপের সঙ্গে সুইজারল্যান্ডের তুলনা করলেও ভুল কিছু হবে না। এখানে সুন্দর উপত্যকা, দুধের মতো জলের ঝর্ণা এবং উঁচু তুষার-ঢাকা পাহাড় দিনে সোনা আর রাতে রূপালি ছড়া যা আপনাকে সুইজারল্যান্ডের মত মনোরম পরিবেশ উপভোগ করাবে। শ্রীনগরে শেখ উল আলম বিমানবন্দর এবং জম্মু তাউই রেলওয়ে স্টেশন রয়েছে এখানে।

    img 20220928 113311

    খাজ্জিয়ার, হিমাচল প্রদেশ (Khajjiar, Himachal Pradesh)- ডালহৌসির কাছে অবস্থিত একটি ছোট শহরহল খাজ্জিয়ার। সবুজ তৃণভূমি, পাইন গাছে ঘেরা বন, হ্রদ এবং ধৌলাদার পাহাড়ের সৌন্দর্য পর্যটকদের প্রচুর আকর্ষণ করে। এখানকার প্রকৃতির সৌন্দর্য শুধু চোখকে আরাম দেয় না হৃদয় ও মনকেও সতেজ করে। এসব কারণে একে মিনি সুইজারল্যান্ড (switzerland) বলা হয়। খাজ্জিয়ার থেকে মাত্র ১১৫ কিমি দূরেই রয়েছে কাংড়া বিমানবন্দর। আবার পাঠানকোট রেলওয়ে স্টেশনের দূরত্বও ১১৫ কিলোমিটার।

    img 20220928 113443

    মণিপুর (Manipur)- মণিপুরকেও ভারতের মিনি সুইজারল্যান্ড বলা হয়ে থাকে। এখানকার মনোরম দৃশ্য আপনাকে এখানে বসতি স্থাপন করাতে চাইবে। এখানে দেখার মতো অনেক জায়গা আছে, যেগুলো দেখলে আপনার মনে হবে আপনি আপনার স্বপ্নের দেশেই চলে এসেছেন। লোকটেক লেক, ইমা মার্কেট, মণিপুর স্টেট মিউজিয়াম দেখার মতো। শুধুমাত্র সুন্দর দৃশ্যের জন্য নয়, সাংস্কৃতিক সমৃদ্ধির জন্যও এই সুন্দর রাজ্যে ভ্রমণের পরিকল্পনা করে আপনি আপনার সঙ্গীর সুইৎজারল্যান্ড ভ্রমণের ইচ্ছা পূরণ করতে পারেন। ইম্ফল বিমানবন্দর এখান থেকে সবচেয়ে কাছে হ এই স্থান। তবে ডিমাপুর রেলওয়ে স্টেশন থেকে এর দূরত্ব ২০৩ কিমি দূরে।

    img 20220928 113430

    আউলি, উত্তরাখন্ড (Auli, Uttarakhand)- আউলি ভারতের উত্তরাখণ্ড রাজ্যের চামোলি জেলার একটি খুব সুন্দর জায়গা। একে আবার ভারতের মিনি সুইজারল্যান্ড (switzerland) বলা হয়। এখানকার উপত্যকা এবং পাহাড় দেখে এই স্থানকে সুইৎজারল্যান্ডের সঙ্গে তুলনা করা হয়। এখান থেকে প্রকৃতির সৌন্দর্য খুব ভালোভাবে অনুভব করা যায়। আপনি যদি একটি স্কি রিসর্টে ছুটি কাটাতে চান তবে সুইস আল্পসে যাওয়ার দরকার নেই। সুইজারল্যান্ডের মতো, আউলি স্কিইং রেসের জন্য জনপ্রিয়। আপনি এখানেই সেই আনন্দ উপভোগ করতে পারবেন। দিল্লী থেকে দেরাদুনের জলি গ্রান্ট এসপোর্টে বিমানবন্দর আউলি থেকে ১৮০ কিলোমিটার দূরে অবস্থিত। আবার দেরাদুন রেলওয়ে স্টেশন এখান থেকে ১৫০ কিলোমিটার দূরে।

    Discover more from Entertainment News in Bengali, Latest Tollywood and Bollywood news in Bangla

    Subscribe now to keep reading and get access to the full archive.

    Continue reading