যাত্রী সুবিধার্থে নানা সময়ে নানা নতুন নিয়ম বের করে ভারতীয় রেল (indian railway)। যার ফলে চলার পথে যাত্রীদের যাতে কোনরকম কোন সমস্যা না হয়, সেদিকে সর্বদা খেয়াল রাখে রেল কর্তৃপক্ষ। তবে এবার নতুন কোন নিয়ম নয়, রেলের রয়েছে এমন কিছু নিয়ম, যা অনেক যাত্রীই জানেন না। আর তা যদি আপনার জানা থাকে, তাহলে অনেক রকম সুযোগ সুবিধা পেতে পারেন আপনিও।
রেলের এমন একটি নিয়ম আছে, যার সাহায্যে আপনি বিনা টিকিটেই (ticket) ট্রেনে সফর করতে পারবেন। এক্ষেত্রে কোন টিটিই (tte) আপনাকে কিচ্ছু বলবে না। তবে এক্ষেত্রে আপনি যদি টিকিট না কেটেই ট্রেনে ওঠেন তাহলে, ট্রেনে ওঠার পর আপনার ডেবিট কার্ড দিয়ে আপনি টিকিট করাতে পারবেন কিংবা আপনার টিকিট না কাটার জন্য নির্ধারিত জরিমানাও দিতে পারবেন।
অনেক সময় চলার পথে এমন অনেক হয়, যেখানে টিকিট (ticket) ছাড়াই অনেক সময় যাত্রীরা ট্রেনে উঠে পড়েন। সেক্ষেত্রে যাত্রীকে টিকিটের নির্ধারিত জরিমানা দিতে হয়। এবার সেই জরিমানার অর্থ আপনি আপনার ডেবিট কার্ডের সাহায্যে দিতে পারবেন। রেলওয়ে ইলেকট্রনিক ডিভাইসগুলিকে 4G-এর সঙ্গে সংযুক্ত করার ফলে এই সুবিধা নিতে পারবেন যাত্রীরা। এবিষয়ে, রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, অফিসারদের পয়েন্ট অফ সেলিং অর্থাৎ POS মেশিনে 2G সিম ইনস্টল করা ছিল। কিন্তু এবার তা বদল করে মেশিনগুলোতে 4G সিমের ব্যবস্থা করা হয়েছে। যার ফলে এই সমস্যা আর দেখা দেবে না।
রেলের নিয়মানুসারে, কোথাও যাওয়ার সময় রিজার্ভেশন টিকিট (ticket) যদি না থাকে, আপনি তাহলে প্ল্যাটফর্ম টিকিট নিয়ে ট্রেনে উঠতে পারবেন। তারপর ট্রেনে উপস্থিত টিটিইর থেকে আপনি আপনার টিকিট বানিয়ে নিতে পারবেন।