Skip to content

ঘরে বসেই নিতে পারেন আমুলের ফ্র্যাঞ্চাইজি, মাসিক আয় করতে পারবেন ৮-১০ লক্ষ টাকা

    করোনা আবহে অনেকেই নিজেদের চাকরী হারিয়ে ঘরে বসে রয়েছেন। ছোট খাটো কাজের আশায় সকাল থেকে রাত অবধি রাস্তায় রাস্তায় ঘুরছেন। কিংবা এমন অনেকেই রয়েছেন, নিজের পরিচয় তৈরি করার জন্য কোন ব্যবসা করতে চায়। সেইসকল মানুষের জন্য আমুল (amul) মিল্ক নিয়ে এসেছে এক দুর্দান্ত অফার।

    সংবাদপত্রে বিজ্ঞাপনের মাধ্যমে আমুল মিল্ক ফ্র্যাঞ্চাইজি নেওয়ার আবেদন জানিয়েছেন। যদি কোন ব্যক্তি দিল্লী বাসরত হন, তাহলে সহজেই আপনি আমুল মিল্ক ফ্র্যাঞ্চাইজি নিতে পারবেন। পার্লার ফ্র্যাঞ্চাইজি এবং ফ্র্যাঞ্চাইজিগুলিতে আমুলের পণ্য সরবরাহ করে আমুলের পাইকারি বিক্রেতারা কিছুটা কমিশন পেয়ে থাকেন। আপনিও চাইলে এই কাজ শুরু করতে পারেন। তবে সেক্ষেত্রে আপনাকে দুধ উৎপাদন, খুচরো ব্যবসার উপর কিছুটা দক্ষ হতে হবে।

    যে ব্যক্তি আমুলের ফ্র্যাঞ্চাইজি নিতে চাইবেন, তাঁকে প্রথমে আবেদন করার জন্য ৫ থেকে ৭ লক্ষ টাকা জমা রাখতে হবে। বাজারে ভালো পরিচিত থাকতে হবে, এবং সকাল সাড়ে ৫ টা থেকে রাত ১১ টা পর্যযন্ত ভালো দক্ষ কর্মচারী রাখতে হবে।

    আমুল (amul) মিল্ক ফ্র্যাঞ্চাইজি গ্রহণকারী ব্যক্তিকে না তো আমুলের সঙ্গে লভ্যাংশ ভাগ করতে হবে, না তো রিয়ালিটি ভাগ করতে হবে। মাসিক টার্নওভারও বিভিন্নরকম হতে পারে। প্রায় ৫ থেকে ১০ লক্ষ টাকা অবধিও হতে পারে। তবে যে ব্যক্তি ফ্র্যাঞ্চাইজি নেবেন, তাকেই দোকানের সমস্ত খরচ বহন করতে হবে।

    কমিশনের ক্ষেত্রে ব্যক্তিকে MRP-র উপর অর্থ দেওয়া হবে। ১ প্যাকেট দুধ বিক্রির উপর ২.৫ শতাংশ কমিশন পেতে পারন ব্যক্তি। আবার, আইস্ক্রিমের উপর ২০ শতাংশ এবং দুগ্ধজাত পণ্যের উপর ১০ শতাংশ কমিশন পাবেন ব্যক্তি।

    যদি কোন ব্যক্তি দিল্লি থেকে আমুলের (amul) ফ্র্যাঞ্চাইজি নিতে আগ্রহী হন, তাহলে [email protected] ওয়েবসাইটে গিয়ে ইমেল করতে হবে অথবা 8851956711 নম্বরে ফোন করে বিস্তারিত জানতে পারবেন। অথবা গোটা ভারতের বিষয়ে জাআনার জন্য [email protected] ওয়েবসাইটে মেল করে কিংবা 02268526666 নম্বরে ফোন করেও বিশদে জানতে পারবেন।