ড্রাইভিং লাইসেন্স (driving license) মানুষের কাছে খুবই গুরুত্বপূর্ণ একটি উপাদান। যা গাড়ি চালানোর ক্ষেত্রে অপরিহার্য। আপনার যদি ড্রাইভিং লাইসেন্স রিনিউ করার সময় শেষ হয়ে আসে, তাহলে দ্রুতই সেটি রিনিউ করতে হবে। তাতে করে আপনি নিরাপদ থাকতে পারবেন। সেইসঙ্গে আপনার পারিপার্শ্বের মানুষজনও থাকবে নিরাপদে।
এই ক্ষেত্রে কিছু জিনিস ভীষণই প্রয়োজন। চালকের বয়স ৪০ বছরের বেশি হলে তাঁকে ফর্ম 1A এর সাথে মেডিকেল সার্টিফিকেট জমা দিতে হবে। সেইসঙ্গে দিতে হবে দুটি পাসপোর্ট সাইজের ছবি, ঠিকানা এবং বয়সের প্রমাণপত্রের জেরক্স। এই কাজের জন্য লাগবে ২০০ টাকা।
পরিবহন পরিষেবার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইন পরিষেবাগুলিতে ড্রাইভিং লাইসেন্স সম্পর্কিত পরিষেবাগুলোতে গিয়ে ক্লিক করে আপনি বিশদে জানতে পারবেন। ড্রাইভিং লাইসেন্স (driving license) পরিষেবার তালিকায় ডিএল রিনিউয়ের আবেদন নির্বাচন করে আবেদন জমা দেওয়ার নির্দেশাবলীর বিশদ বিবরণ পূরণ করতে হবে।
আবেদনকারীর বিবরণ পূরণ করে পেমেন্ট প্রক্রিয়া সম্পূর্ণ করে আপনার অর্থের স্থিতি পরীক্ষা করার পর অ্যাকনলেজমেন্ট পেজে অ্যাপ্লিকেশান আইডি দেখা যাবে। সেইসঙ্গে আবেদনকারীর প্রদত্ত মোবাইল নম্বরে এসএমএসও চলে আসবে।
আইনত লাইসেন্স থাকলে আপনার দুর্ঘটনার সময় বীমার জন্য দাবি করতে পারবেন। তবে মেয়াদ উত্তীর্ণ ড্রাইভিং লাইসেন্সের (driving license) ক্ষেত্রে এই বীমা দাবি করা যাবে না। ১৫ থেকে ২০ বছরের জন্য ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ হয়। তবে এই মেয়াদ শেষ হয়ে গেলেও ১ মাস সেই লাইসেন্সের বৈধতা থাকে। এই সময়ের মধ্যে রিনিউয়ের জন্য আবেদন করতে হয়। যদি লাইসেন্সের মেয়াদ শেষ হওয়ার ৫ বছরের মধ্যে রিনিউয়ের আবেদন না করা হয়, তাহলে সেই লাইসেন্স বাতিল হয়ে যায়। পুনরায় নতুন করে আবেদন করতে হয়।