বর্তমান সময়ে দর্শকদের মধ্যে বেশি পরিমাণে দক্ষিণি সিনেমার প্রতি ভালোবাসা লক্ষ্য করা যাচ্ছে। সম্প্রতি মুক্তিপ্রাপ্ত সিনেমা KGF2 (kgf chapter 2) বক্স অফিসে দুদার্ন্ত ব্যবসা করেছে। এই ছবির প্রথম পর্ব দর্শকদের মন ছুঁয়ে যাওয়ার কারণে এই ছবির দ্বিতীয় পর্ব প্রকাশ করেন পরিচালক। এখানেই শেষ নয়, এই ছবির তৃতীয় পর্বও আসতে চলেছে বলে জানা গিয়েছে।
এই ছবির প্রধান চরিত্র ‘রকি ভাই’ অর্থাৎ দক্ষিণী সুপারস্টার যশও (yash) এই সময় বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন। সর্বত্রই তাঁর এই ছবি প্রশংসা কুড়িয়েছে। আর দিনে দিনে যশের (yash) ফ্যান ফলোয়িং বহুগুণ বেড়ে গিয়েছে। এই পর্যায়ে যশ যেখানেই যাচ্ছেন, সেখানেই তাঁকে ঘিরে ধরছেন তাঁর ফ্যানরা।
তবে বর্তমান সময়ে এমন একটি ভাইরাল ভিডিও (viral video) প্রকাশ্যে এসেছে, যা দেখে নেটদুনিয়ায় যশের (yash) প্রশংসা আর বহুগুণ বেড়ে গিয়েছে। যেখানে দেখা যায়, একটি স্থানে যশকে অনেক ভক্তরা ঘিরে রয়েছে। আর তাঁদের মধ্যে রয়েছে মেয়ে ফ্যানারও।
অন্যদিকে যশকে সুরক্ষা দিয়ে রেখেছেন তাঁর বডিগার্ডরা। কিন্তু এরই মধ্যে একজন বডিগার্ডের খারাপ আচরণের জন্য তাঁকে তিরস্কার করেন এই অভিনেতা। ভিডিওতে দেখা যায়, প্রথমত ফ্যানরা যশের সঙ্গে দেখা করতে এলে, তাঁর সঙ্গে ছবি তুলতে এলে তাঁদের সঙ্গে দুর্ব্যবহার করেন যশের বডিগার্ডরা। আর ঠিক তখনই বডিগার্ডকে ধমক দেন অভিনেতা। তারপর সেই ফ্যানের সঙ্গে ছবিও তোলেন যশ।
এখানেই শেষ নয়। এরপর একজন মহিলা ভক্ত যশের সামনে এলে, তাঁর চুল ধরে সরিয়ে দেয় বডিগার্ডরা। আর এই বিষয়টাও চোখ এড়িয়ে যায়নি পর্দার রকি ভাইয়ের। এমনটা হতেই বডিগার্ডকে তিরস্কার করেন যশ। আর অভিনেতার এই ব্যবহারই মন কেড়ে নিয়েছে নেটনাগরিকদের।
iammuhammedaashiq নামের ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে এই ভিডিও শেয়ার হতেই মুহূর্তেই তা ভাইরাল হয়ে গিয়েছে। আর এই ভাইরাল ভিডিও (viral video) দেখার পর দক্ষিণি অভিনেতা যশ যেন আরও বেশি করে জনপ্রিয় হয়ে উঠেছেন। তাঁর এই আচরণ হৃদয় ছুঁয়ে গিয়েছে নেটপাড়ার বাসিন্দাদের।