“পাঠান” (Pathan) ছবির পোস্টার এবং গান প্রকাশের পর থেকেই উত্তেজনার ঢেউ তৈরি করেছে। ছবিটি একের পর এক বিতর্কে জড়িয়েছে। তবে সব বাধা কাটিয়ে ছবিটি রেকর্ড করা আয় করেছে গোটা দেশে ও বিদেশে। অন্যদিকে দীর্ঘদিনের তিক্ততার সম্পর্ক পেরিয়ে এবার বন্ধুত্বের দিকে পা বাড়িয়েছেন শাহরুখ খান (Shah Rukh Khan) এবং সলমন খান (Salman Khan)। অন্যদিকে শোনা যাচ্ছে, পুরোন কথা ভুলে আবারও এঁকে অন্যের দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছেন দীপিকা পাড়ুকোন (Deepika Padukone) ও ক্যাটরিনা কইফ (Katrina Kaif)। এসবের মধ্যে জানা গিয়েছে, এবার নারী কেন্দ্রীক চলচ্চিত্র তৈরি করতে চলেছে ‘যশরাজ ফিল্মস’ (Yash Raj Films)।
মুক্তির বেশ কয়েকদিন হয়ে গেলেও, এখনও সমান ভাবে বক্স অফিস কাঁপিয়ে চলেছে ‘যশরাজ ফিল্মস’র ‘পাঠান’। দেশ বিদেশ মিলিয়ে এখনও পর্যন্ত মোট আয়ের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় এক হাজার বাইশ কোটি টাকা। তবে এখন ওয়াইআরএফ স্পাই ইউনিভার্সের পরবর্তী চলচ্চিত্রের দিকে তাকিয়ে রয়েছে দর্শকমহল। করে মুক্তি পেতে চলেছে পরবর্তী গল্প এবং কারাই বা থাকবেন প্রধান চরিত্রে, এসব নিয়ে জল্পনা তুঙ্গে।
‘পাঠান’ চলচ্চিত্রে রুবিনার চরিত্রটি সুন্দরভাবে ফুটিয়ে তুলেছিলেন বলি অভিনেত্রী দীপিকা পাডুকোন। অ্যাকশন দৃশ্য থেকে বলিউডি নাচগান, সবকিছুতেই শাহরুখ খানের পাশাপাশি দর্শকদের প্রশংসা থেকে সমালোচকদের সেলাম, সবকিছুরই সমান অংশীদার হয়েছিলেন অভিনেত্রী।
অন্যদিকে, ওয়াইআরএফ স্পাই ইউনিভার্সের ‘টাইগার’ ফ্র্যাঞ্চাইজ়ির তিনটি ছবিতে ‘জোয়া’র চরিত্রে অভিনয় করে ইতিমধ্যেই দর্শকদের মন জিতে নিয়েছিলেন অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। খুব শীঘ্রই মুক্তি পেতে চলেছে সলমন ক্যাটরিনা অভিনীত চলচ্চিত্র ‘টাইগার ৩’।
শোনা যাচ্ছে, এবার ছকে বাঁধা গল্প থেক বেরিয়ে অর্থাৎ পুরুষ কেন্দ্রিক চলচ্চিত্র থেকে বেরিয়ে এবার নারী কেন্দ্রিক চলচ্চিত্র নির্মিত করতে চলেছে ‘যশরাজ ফিল্মস’। বলিউডে নারীপ্রধান স্পাই ছবি তৈরি করার পরিকলনা করেই দীপিকা ক্যাটরিনাকে রাখার কথা ভাবছে কর্তৃপক্ষ।
এবিষয়ে ‘পাঠান’র চিত্রনাট্যকার শ্রীধর রাঘবন জানান, পূর্বে এমন গল্প নিয়ে কোন কাজ হয়নি। আমরা সেটা পূরণ করতে পারব বলে বিশ্বাস আমার। আমরা কোনরকম কোন সীমাবদ্ধতা রাখতে চাই না। আমরা শাহরুখ, সলমন ও হৃতিককে চিত্রনাট্য লিখি না, দীপিকা ও ক্যাটরিনাকেও আমরা সমান গুরুত্ব দিই’।