Skip to content

বাজারে নতুন অফার নিয়ে এল Airtel, থাকছে ফ্রি আনলিমিটেড কলের সুবিধা

    বাজারে নিজের গ্রাহকদের ধরে রাখতে নিত্যনতুন অফারের ডালি সাজিয়ে নিয়ে আসছে বিভিন্ন টেলিকম সংস্থাগুলো। কখনও নতুন অফার দিচ্ছে Jio, তো আবার কখনও Jio-কে টেক্কা দিতে নতুন অফার সাজিয়ে নিয়ে হাজির হচ্ছে Airtel কিংবা Vodafone। একসে বড়কর এক অফার নিয়ে আসছে টেলিকম সংস্থাগুলো।

    এবার Jio-র মত Airtel-ও নিয়ে এসেছে ধামাকাদার অফার। যেখানে ফোনে কল এবং ডেটা সম্পূর্ণ বিনামূল্যে পাওয়া যাবে। লাগবে না অতিরিক্ত অর্থ। এয়ারটেলের ফ্যামিলি প্ল্যানে পাওয়া যাবে এই সুবিধা।

    এয়ারটেলের 999 টাকার প্লাটিনাম প্ল্যান সবচেয়ে বেশি পপুলার হয়েছে। একটি ফোনের বিল শোধ করার পর ‘2 ফ্রি অ্যাড-অন রেগুলার প্ল্যান’ পাবেন গ্রাহক। এই প্ল্যানে গ্রাহক পাবেন আনলিমিটেড কল এবং মাসিক 100 GB ডেটা।

    এছাড়াও এই প্ল্যানে দৈনিক ১০০ SMS পাওয়া যাবে। এরপর প্রতি ম্যাসেজে ১০ পয়সা করে চার্জ কাটা হবে। এই প্ল্যানের মধ্যে থাকছে ৬ মাসের Amazon Prime Membership মেম্বারশিপও। আলাদা করে এর জন্য কোন অর্থপ্রদান করতে হবে না। সঙ্গে অতিরিক্ত খরচ ছাড়াই ১ বছরের Disney + Hotstar সাবস্ক্রিপশনও পাবেন গ্রাহক। 

    Airtel-র 1199 টাকার প্ল্যানে পরিবারের সদস্যদের জন্য 2 Add-on Voice Connection পাওয়া যাবে। সঙ্গে লোকাল, এসটিডি, রোমিং কলের ক্ষেত্রে আনলিমিটেড সুবিধা থাকছে। সঙ্গে 200GB রোলওভার সহ 150GB মাসিক ডেটাও পাওয়া যাবে। আরও থাকছে  দৈনিক ১০০ টি ম্যাসজের সুবিধাও। অ্যামাজন প্রাইম ছাড়াও নেটফ্লিক্স, Disney + Hotstar-রও ১ বছরের সাবস্ক্রিপশন থাকছে।