Skip to content

টাটা গ্রুপের এই শেয়ারে ১ লাখ টাকা বিনিয়োগে বিনিয়োগকারীরা রিটার্ন পেয়েছেন ৪ কোটি টাকা

    ratan tata

    জীবনে বড় হতে কে না চায়। সকলেই চায় নিজের পায়ে দাঁড়িয়ে জীবনে কিছু করে দেখাতে। প্রচুর অর্থ উপার্জন করে, সুখে শান্তিতে জীবন কাটাতে সকলেই চেয়ে থাকেন। তবে এই সুখ সবসময় সকলের কপালে সহ্য হয় না, আবার কারো কপাল খুলে যায় নিজের অজান্তেই।

    জীবনে সৎভাবে প্রচুর অর্থ উপার্জন করার দুটো পন্থা আছে। এক হল- সৎ পথে অর্থ পরিশ্রম করে অর্থ উপার্জন করা। আর অপরটি হল, সেই অর্থ কিছুটা সঞ্চয় করে সঠিক জায়গায় রাখা, যা থেকে ভবিষ্যতে মোটা টাকা আয় হতে পারে।

    ratan tata

    সেক্ষেত্রে আগেই সকলের মাথায় আসে স্টক মার্কেটের কথা। তবে এখানে যেমন আপনি রিটার্নে অনেক অর্থ পেতে পারেন, তেমনি টাকা ক্ষতিরও সম্ভাবনা রয়েছে। তবে এক্ষেত্রে আপনার ভাগ্য বদলে দিতে পারে টাটা গ্রুপের (tata group) একটি কোম্পানির শেয়ার। যেখানে আপনার অর্থ নিরাপদ থাকার পাশাপাশি পাবেন মোটা লভ্যাংশ।

    সম্প্রতি একটি প্রতিবেদন থেকে জানা গিয়েছে, টাটা গ্রুপের (tata group) এলোক্সি থেকে মোটা টাকা রিটার্ন পেয়েছেন বিনিয়োগকারীরা। বিগত কয়েক বছরের নথিপত্র ঘাঁটলে দেখা যাবে, এই কোম্পানি তাঁদের বিনিয়োগকারীদের সবথেকে বেশি অর্থ রিটার্ন দিয়েছে। এই কথা এমনকি এই কোম্পানিতে যে সমস্ত বিনিয়োগকারী বিনিয়োগ করেছিলেন, তারাও জানিয়েছন।

    বিগত কয়েক বছরে এই কোম্পানির শেয়ার বেড়েছে বহুগুণ। যেখানে শেয়ার ছিল ১৭ টাকা, সেখান থেকে বেড়ে দাঁড়িয়েছে ৮৬০০ টাকা। বিনিয়োগকারীদের এই কোম্পানি ৫০ হাজার শতাংশ মুনাফা দিতে পেরেছে। শুধু তাই নয়, সেই ধারাবাহিকতা বজায় রেখে এবছরও বিনিয়োগকারীদের ৫০% লাভ দিয়েছে কোম্পানি।

    জানিয়ে রাখি, টাটা (tata group) এলক্সির ২০০১ সালে শেয়ারের মূল্য ছিল ১৭.৫৫ টাকা। আর বর্তমান সময়ে অর্থাৎ ২০২২ সালের জুন মাসে সেই শেয়ার বেড়ে হয়েছে ৮৬০০ টাকা। শেয়ার বাড়ার সঙ্গে সঙ্গে সেই লাভের অংশ বিনিয়োগকারীদেরও দিয়েছে এই কোম্পানি। যার ফলে দেখা যাচ্ছে, যদি কোন ব্যক্তি ২০০১ সালে এই কোম্পানির ১ লক্ষ টাকার শেয়ার কিনে থাকেন, তাহলে আজকের দিনে তিনি রিটার্ন পাবেন ৪ কোটি টাকা।

    ধারাবাহিক ভাবে এই বিনিয়োগ বজায় থাকলেই, তবেই এই কোম্পানি একইরকমভাবে লভ্যাংশ দিতে থাকবে বিনিয়োগকারীদের। পাশাপাশি এই টাটা গ্রুপের সদিচ্ছা এবং সেইসঙ্গে জনগণের আস্থা আজকের দিনে এই জায়গায় নিয়ে গিয়েছে এই কোম্পানিকে। এককথায় বলতে গেলে, বাড়ি বসে কোটিপতি হওয়ার পথ বাথলে দিয়েছে টাটা গ্রুপের এই কোম্পানি।