দীর্ঘ চার বছর পর আবারো জমকালো প্রত্যাবর্তন করতে চলেছেন বলিউড কিং “শাহরুখ খান” (Sharukh Khan)। এই ছবিটি বর্তমানে খুবই আলোচিত। দীর্ঘ অপেক্ষার পর, এর প্রযোজক-পরিচালক “পাঠান” (Pathan) ছবিটি ২৫শে জানুয়ারি মুক্তি দিয়েছেন। এই মুহূর্তে ছবিটি নিয়ে বিশেষ বিষয় হল, ছবিটি কত টাকা ব্যবসা বা আয় করে সেদিকে নজর রাখছেন বিশেষজ্ঞরা। তবে বিশেষজ্ঞরা দাবি করছেন যে, এই ছবিটি দীপিকা পাড়ুকোনে’র ‘পদ্মাবত’ ছবির রেকর্ড ভেঙে দেবে।
উল্লেখ্য, এর আগেও প্রজাতন্ত্র দিবস (26 January) উপলক্ষে অনেক চলচ্চিত্র মুক্তি পেয়েছে, এবং বক্স অফিস তোলপাড় করে অনেক রেকর্ডও ভেঙেছে। তো চলুন আজকের প্রতিবেদনে জেনে নেওয়া যাক এমন কিছু ছবি সম্পর্কে যেগুলো ২৬ শে জানুয়ারি অর্থাৎ প্রজাতন্ত্র দিবস উপলক্ষে মুক্তি পেয়েছে।
পদ্মাবত
জানিয়ে রাখি যে, পদ্মাবত ছবিটি ২০১৭ সালের ২৫শে জানুয়ারী মুক্তি পেয়েছিল। ছবির প্রধান ভূমিকায় ছিলেন অভিনেতা ছিলেন রণবীর সিং, দীপিকা পাড়ুকোন এবং শাহিদ কাপুর। রিপোর্ট অনুযায়ী, ছবিটি মুক্তির প্রথম দিনে ২৫ কোটি টাকার ব্যবসা করেছিল।
অগ্নিপথ
প্রজাতন্ত্র দিবস উপলক্ষে অগ্নিপথ ছবিটি মুক্তি পেয়েছিল ২০১২ সালে। এই ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন হৃতিক রোশন এবং দীপিকা পাড়ুকোন। এই ছবিটিও মুক্তির প্রথম দিনেই ২৩ কোটি টাকা আয় করেছে।
রইস
তালিকায় রয়েছে শাহরুখ খানে’র আরও একটি ছবি, যেটি মুক্তি পেয়েছিল প্রজাতন্ত্র দিবস উপলক্ষে।ব্যাপক জনপ্রিয়তার সাথে মুক্তি পেয়েছিল কিং খানের রইস ছবিটি। ছবিটির আয়ের কথা বলতে গেলে, প্রায় ২০ কোটি টাকার বেশি ব্যবসা করেছিল উদ্বোদনীতেই।
জয় হো
প্রজাতন্ত্র দিবস উপলক্ষে মুক্তি পাওয়া একটি বড় ছবি হল জয় হো, যেটা ২০১৪ সালে মুক্তি পেয়েছিল। এই চলচ্চিত্রটি প্রধান ভূমিকায় ছিলেন ডেইজি শাহ এবং সালমান খান। এই ছবিটিও খুব ভাল ও বাম্পার আয় করেছিল। মুক্তির শুরুতেই প্রায় ১৮ কোটি টাকার ব্যবসা করেছিল ছবিটি।