Skip to content

স্মরণীয় হয়ে থাকবে সকলের মাঝে, কেউ ভুলবে না ঐন্দ্রিলার এই ৫ সিনেমা সিরিয়ালগুলো

    img 20221121 222453

    হিন্দু, মুসলমান, ক্রিষ্টান সকল ধর্ম নির্বিশেষে গোটা বঙ্গবাসি এবং দেশের বিভিন্ন প্রান্তের মানুষ চেয়েছিলো শুধু মাত্র একটা মিরাকল! চিনে হোক বা না চিনে প্রায় সকলেই ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিলো “ঐন্দ্রিলা শর্মা”র (Aindrila Sharma) আরোগ্য কামনায়। তবে দীর্ঘ সংগ্রামের পর নিয়তির কাছে হার মানতে হয় অভিনেত্রীকে। টানা ২০ দিনের জীবন-মৃত্যুর লড়াইয়ের অবসান ঘটিয়ে, সকলকে চিরতরে বিদায় জানিয়ে না ফেরার দেশে গমন করলেন ঐন্দ্রিলা।

    img 20221121 222632

    সালটা ছিল ২০১৭, ক্যান্সারের মতো মরণ রোগের সঙ্গে লড়াই করতে করতে অভিনয় জগতে অভিষেক ঘটে ঐন্দ্রিলা’র। তার অভিনীত সিরিয়াল এবং সিনেমাগুলোই এখন স্মৃতি হয়ে থাকবে তার অনুরাগীদের কাছে। ঐন্দ্রিলার অভিনীত একাধিক সিরিয়াল ও চলচ্চিত্র মানুষের মনে আলাদা জায়গা করে নিয়েছিল। তবে অভিনেত্রীর অকাল মৃত্যুতে শোকস্ত গোটা বাংলা ও টলিউড ইন্ডাস্ট্রি।

    ‘ঝুমুর’ ধারাবাহিকের মাধ্যমে টেলিভিশনে অভিনয় জীবন শুরু করেন ঐন্দ্রিলা। আর এই ধারাবাহিকের সেটে প্রথম পরিচয় হয় সব্যসাচী রায়চৌধুরী’র সঙ্গে। সেখান থেকেই শুরু তাদের বন্ধুত্ব। এরপর ২০১৯ সালে ‘জিয়ন কাঠি’ ছিল তার দ্বিতীয় সিরিয়াল। যেটা টানা ২০২১ সাল পর্যন্ত জনপ্রিয়তার সাথে চলেছিল। কেবল ধারাবাহিকের মধ্যেই নিজেকে আটকে রাখেননি অভিনেত্রী।

    img 20221121 222549

    অল্পদিনের অভিনয় ক্যারিয়ারে ঐন্দ্রিলা দুই’টি সিনেমাতেও অভিনয় করেছিলেন। ২০২০ সালে মুক্তি পাওয়া ছবি ‘আমি দিদি নাম্বার ওয়ান’এর মাধ্যমে টলিউডে অভিষেক ঘটে ঐন্দ্রিলা’র। তার দ্বিতীয় ছবি ‘লাভ ক্যাফে’তে অভিনেতা হৃতজিৎ মুখার্জি’র সঙ্গে দুর্দান্ত অভিনয় করেছিলেন তিনি। এছাড়া ‘ভাগাড়’ ওয়েব সিরিজেও কাজ করেছিলেন ঐন্দ্রিলা।

    Discover more from Entertainment News in Bengali, Latest Tollywood and Bollywood news in Bangla

    Subscribe now to keep reading and get access to the full archive.

    Continue reading