Skip to content

সমস্ত পুলিশ খাকি পোশাক পড়লেও, কেন সাদা রঙের পোশাক পড়ে কলকাতা পুলিশ? জানুন এর পেছনের আসল রহস্য

    img 20221112 125820

    ভারতে পুলিশের (police) ইতিহাস নিয়ে অনেক গল্পই রয়েছে। এই বিষয় নিয়ে চর্চা করতে গেলে দেখবেন, এই বিষয়ে এমন অনেক মজার ঘটনা রয়েছে, যা অনেকেরই অজানা। পুলিশের পোশাকের রং সাধারণত খাকি রঙেরই হয়ে থাকে। আর এই পোশাকে দেখলেই সাধারণ মানুষ এবং পুলিশের মধ্যে তফাত বোঝা যায়।

    তবে জানেন সারা দেশের পুলিশের পোশাকের রং এক হলেও, এমন এক শহর রয়েছে, যেখানকার পুলিশেরা খাকি রঙের পোশাক পড়েন না। তাঁদেরকে সাদা রঙের পোশাক পড়তে দেখা যায়। কলকাতা পুলিশদের (kolkata police) পোশাকের রং সাদা হয়। কেন এমন পার্থক্য, তা যদি জানা না থাকে, আসুন তাহলে জেনে নিন।

    img 20221112 125712

    প্রথমেই জানিয়ে রাখি, পশ্চিমবঙ্গ পুলিশের (west bengal police) ইউনিফর্ম খাকি হলেও পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার পুলিশের ইউনিফর্ম সাদা। কারণটা হল, ১৮৪৫ সালে ব্রিটিশ শাসনকালে ব্রিটিশরা কলকাতা পুলিশ গঠন করেছিল। সেইসময় একদিকে যেমন কলকাতা পুলিশের টিম গঠন চলছিল, পাশাপাশি তাঁদের পোশাক নিয়েও আলোচনা চলছিল। আর দীর্ঘ সংগ্রামের পর ব্রিটিশ অফিসাররা সিদ্ধান্ত নেয় যে কলকাতা পুলিশের ইউনিফর্ম সাদা হবে। আর সেই থেকেই কলকাতা পুলিশের পোশাক হয় সাদা রঙের।

    জানিয়ে রাখি, ১৮৪৭ সালে যখন ব্রিটিশ সরকারের একজন গুরুত্বপূর্ণ কর্মকর্তা স্যার হ্যারি লুমসডেন কলকাতা পুলিশকে খাকি রঙের ইউনিফর্ম পরার প্রস্তাব দেন, তখন কলকাতা পুলিশ (kolkata police) স্যার হ্যারি এই প্রস্তাব প্রত্যাখ্যান করে দেন। তিনি বলেন, কলকাতা উপকূলীয় এলাকা হওয়ায় এখানকার পরিবেশ খুবই আর্দ্র। আর সেই কারণে এখানকার পরিবেশের জন্য খাকি ইউনিফর্মের বদলে শুধু সাদা ইউনিফর্মই উপযোগী।

    img 20221112 125721

    আবার ব্রিটিশ অফিসাররা একটি বৈজ্ঞানিক পন্থা অবলম্বন করে আবহাওয়ার দিক থেকে সাদা রঙকে সেরা হিসাবে বিবেচনা করে সাদা ইউনিফর্মকেই প্রাধান্য দেয়। যে কারণে সেই সময় থেকে আজ অবধি সাদা রঙের পোশাক পড়তে দেখা যায় কলকাতা পুলিশকে (kolkata police)।