রেলপথকে (indian railway) গণপরিবহনের মেরুদণ্ড বলা হয়ে থাকে। এই রেলপথেই প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ নিজেদের গন্তব্যে পৌঁছে যায়। কেউ যান নিজের কাছে, আবার কেউ না ভ্রমণে। তবে সবক্ষেত্রেই টিকিট (ticket) কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। টিকিট ছাড়া ট্রেনে ওঠা, আইনানুগ অপরাধ বলে গণ্য করা হয়। তবে আপনি কি জানেন ট্রেনের টিকিটে ৫ ডিজিটের যে নম্বর লেখা থাকে, সেটি কেন লেখা হয়? জেনে নিন আসল কারণ।
ট্রেনের (train) টিকিটে (ticket) থাকা এই ৫ ডিজিটের নাম্বারের মধ্য দিয়ে আপনি ট্রেনটি কোথায় যাচ্ছে, কোথা থেকে যাচ্ছে, ট্রেনের বিভাগ, অবস্থান সবকিছুই বোঝা যাবে। প্রতিটি ট্রেনে থাকা নিজস্ব বিশেষ নম্বর, যা সেই ট্রেনের পরিচয় বহন করে। এই ৫ ডিজিটের নাম্বারের মধ্যে রয়েছে ০ থেকে ৯ পর্যন্ত সংখ্যা।
জানিয়ে রাখি, এই ৫ ডিজিটের নাম্বারের মধ্যে প্রথম সংখ্যা (০-৯) এর মধ্যে যে কোন একটি হতে পারে এবং এর ভিন্ন ভিন্ন অর্থও রয়েছে। প্রথম সংখ্যা ০ থাকলে বুঝতে হবে ট্রেনটি (train) সামার স্পেশাল, হলিডে স্পেশাল বা অন্যান্য স্পেশাল। প্রথম সংখ্যা ১ অথবা ২ হলে বুঝতে হবে ট্রেনটি দীর্ঘ দূরত্বের এবং তা রাজধানী, শতাব্দী, যোগাযোগ ক্রান্তি, গরীব রথ, দুরন্ত হতে পারে।
ট্রেনের টিকিটে (ticket) থাকা ৫ ডিজিটের মধ্যে প্রথম নাম্বারটি ৩ হলে বুঝতে হবে ট্রেনটি কলকাতা সাব আরবান ট্রেন। প্রথম সংখ্যা ৪ হলে বুঝতে হবে ট্রেনটি দিল্লি, চেন্নাই, সেকেন্দ্রাবাদ এবং অন্যান্য মেট্রো শহরের একটি সাব আরবান ট্রেন। প্রথমে ৫ থাকলে সেটি যাত্রীবাহী ট্রেন। প্রথম সংখ্যা ৬ হলে সেটি মেমু ট্রেন এবং ৭ হলে ডেমু ট্রেন। প্রথম সংখ্যা ৮ হলে সংরক্ষিত ট্রেন এবং ৯ হলে মুম্বাইয়ের সাব আরবান ট্রেন।
আবার ট্রেনের টিকিটে থাকা ৫ ডিজিটের নাম্বারের মধ্যে প্রথম সংখ্যাটি যদি ০, ১ এবং ২ দিয়ে শুরু হয়, তাহলে বাকি চারটি অক্ষর থেকে বোঝা যাবে রেলওয়ে জোন এবং বিভাগ। ২০১১ ৪-সংখ্যার স্কিম অনুযায়ী এটি তৈরি করা হয়। জেনে নিন-
০ অর্থাৎ কোঙ্কন রেলওয়ে
১ অর্থাৎ মধ্য রেলওয়ে, পশ্চিম-মধ্য রেলওয়ে, উত্তর মধ্য রেলওয়ে
২ অর্থাৎ সুপারফাস্ট, শতাব্দী, জন শতাব্দীকে বোঝায়। এই ট্রেনগুলির পরবর্তী সংখ্যাগুলি জোন কোড নির্দেশ করে
৩ অর্থাৎ ইস্টার্ন রেলওয়ে এবং ইস্ট সেন্ট্রাল রেলওয়ে
৪ অর্থাৎ উত্তর রেলওয়ে, উত্তর মধ্য রেলওয়ে, উত্তর পশ্চিম রেলওয়ে
৫ অর্থাৎ ন্যাশনাল ইস্টার্ন রেলওয়ে, নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে
৬ অর্থাৎ দক্ষিণ রেলওয়ে এবং দক্ষিণ পশ্চিম রেলওয়ে
৭ অর্থাৎ দক্ষিণ মধ্য রেলওয়ে এবং দক্ষিণ পশ্চিম রেলওয়ে
৮ অর্থাৎ সাউদার্ন ইস্টার্ন রেলওয়ে এবং ইস্ট কোস্টাল রেলওয়ে
৯ অর্থাৎ পশ্চিম রেল, উত্তর পশ্চিম রেল এবং পশ্চিম মধ্য রেলওয়ে