ভারতের বৃহত্তম প্যাকেজড জল কোম্পানি “বিসলেরি” (Bisleri)। রমেশ চৌহান ১৯৬৯ সালে এটি প্রায় ৪ লক্ষ টাকায় ইতালীয়ান ব্যবসায়ীর কাছ থেকে কিনেছিলেন। কয়েক মাস আগেই দেশের অন্যতম জনপ্রিয় পানীয় ব্র্যান্ড বিসলেরির টাটা কর্তৃক অধিগ্রহণের খবর সামনে এসেছিল। জানা গিয়েছিল, দুই সংস্থার মধ্যে প্রায় ১ বিলিয়ন ডলার অর্থাৎ ৮২০০ কোটির চুক্তি হতে চলেছে। তবে নতুন খবর শোনা যাচ্ছে যে, বিশেষ কোন কারণে দুই পক্ষের মধ্যে আলোচনা আপাতত বন্ধ রয়েছে।
টাটা কনজিউমার এবং বিসলেরি’র মধ্যে চুক্তির আলোচনা স্থবির হওয়ার পেছনে কারণ বলা হচ্ছে মূল্যায়ন’কে। বিসলেরির মালিক এই চুক্তি থেকে প্রায় ১ বিলিয়ন ডলার সংগ্রহ করতে চেয়েছিলেন। বলা হচ্ছে যে, ৮২ বছর বয়সী চৌহানের বিসলারিকে পরবর্তী স্তরে নিয়ে যাওয়ার কোন উত্তরসূরি নেই। মেয়ে জয়ন্তী’র ব্যবসায় তেমন আগ্রহ নেই। ফলে তার এই নামী পানীয় ব্র্যান্ড বিক্রি করাই শ্রেয়।
অন্যদিকে যদি টাটা গ্রুপের কথা বলা হয়, বর্তমানে বিসলেরি দেশের ১ নাম্বার পানীয় কোম্পানি। গোটা দেশে সুনামের সাথে পরিচিত এই ব্র্যান্ডটি। রিপোর্ট বলছে, গোটা ভারতে বিসলারির ৪৫০০ এর বেশি ডিস্ট্রিবিউটর রয়েছে। ৫০০০ হাজারেরও বেশি ট্রাক প্রতিদিন চলাচল করে। এবং বিসলেরির ১২২ টির বেশি প্ল্যান্ট রয়েছে দেশের বিভিন্ন প্রান্তে। ফলে এই কোম্পানি যদি টাটা গ্রুপের হাতে আসে তাহলে অবশ্যই টাটা বেশ লাভবান হবে।
২৭ বছর বয়সে মিনারেল ওয়াটার বিক্রি শুরু করেন
রমেশ চৌহান, যিনি ভারতে খনিজ জলের ব্র্যান্ড ‘বিসলেরি’ জনপ্রিয় করেছিলেন। ৫০ বছরেরও বেশি সময় ধরে কর্মজীবনে, চৌহান বিসলেরিকে ভারতের শীর্ষ খনিজ জলের ব্র্যান্ড তৈরি করেছেন। চৌহান একটি প্রিমিয়াম ন্যাচারাল মিনারেল ওয়াটার ব্র্যান্ড বেদিকা’ও তৈরি করেছেন। এছাড়াও, চৌহান অনেক ব্র্যান্ড যেমন Thumsup, Gold Spot, Citra, Maaza এবং Limca-এর স্রষ্টা।