Skip to content

কেন বলিউড ছেড়ে হলিউডে কাজ করছেন প্রিয়াঙ্কা চোপড়া? জানালেন আসল কারণ

    img 20230403 184915

    নিজের অভিনয় দক্ষতা দিয়ে বলিউডের নিজের শক্তিশালী কেরিয়ার তৈরি করতে সক্ষম হয়েছেন বলি অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া (priyanka chopra)। তবে বলিউডের অভিনেত্রী হলেও, এই সময়ে হলিউডে বেশি চলচ্চিত্র করছেন ‘পিগি চপস’। স্বামী এবং কন্যার সঙ্গে বিদেশের মাটিতেই তাঁকে বেশি সময় থাকতে দেখা যায়।

    img 20230403 185158

    কোন পারিবারিক সূত্রে বলি পাড়ায় নাম লেখাননি প্রিয়াঙ্কা চোপড়া। সম্পূর্ণ নিজের চেষ্টায় কষ্ট করে এই দুনিয়ায় নিজের একটা নাম তৈরি করতে পেরেছিলেন তিনি। অনেক কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে গিয়ে, দর্শকদের থেকে প্রচুর প্রশংসাও কুড়িয়েছেন তিনি।

    img 20230403 185054 (1)

    প্রিয়াঙ্কা চোপড়ার বাবা একজন সেনা অফিসার হওয়া সত্ত্বেও তাঁর মেয়ে হয়ে বলিউডে নিজের খ্যাতি অর্জন করার স্বপ্ন দেখেছিলেন তিনি। নিজের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে বলিউডে প্রবেশের সিদ্ধান্তও নেন প্রিয়াঙ্কা চোপড়া। আর সেখানে সফলও হন তিনি।

    img 20230403 184954

    নিজের বলিউডে প্রতিষ্ঠিত হওয়া প্রসঙ্গে প্রিয়াঙ্কা চোপড়া বলেছিলেন, ‘একটা সময় এমনও হয়েছি, যখন আমি যে কোন উপায়ে বলিউড ত্যাগ করার কথা ভাবছিলাম। এই বলি ইন্ডাস্ট্রিতে সেই সময় আমাকে একটা কোণে ফেলে দেওয়া হয়েছিল’।

    img 20230403 185040

    তিনি আরও জানান, ‘আমাকে কেউ কাস্ট করছিল না। সকলেরই আমার বিরুদ্ধে ঝুড়ি ঝুড়ি অভিযোগ ছিল। এমনটা ঘটছিল, কারণ আমি গেম খেলতে পারি না। পাশাপাশি এই বিনোদনের দুনিয়ার রাজনীতিও আমার দ্বারা সম্ভব ছিল না। এখানে আমি ক্লান্ত হয়ে পড়ি এবং তখনই আমি এখান থেকে চলে যেতে চেয়েছিলাম, আমার বিরতি দরকার ছিল’।

    img 20230403 185133 (1)

     এখানেই শেষ নয়, প্রিয়াঙ্কা চোপড়া আরও বলেন, ‘আমাকে ”দেশি হিটস”র অঞ্জলি ডেকেছিলেন। আমাকে একটি মিউজিক ভিডিওতে দেখার পর, তিনি আমাকে ডাকেন। সেই সময় আমি ‘সাত খুন মাফ’ চলচ্চিত্রের শ্যুটিং করছিলাম। তিনি আমার কাছে জানতে চাইলেন, আমি আমেরিকায় মিউজিক ক্যারিয়ার গড়তে আগ্রহী কিনা?’

    img 20230403 185119

    এপ্রসঙ্গে তিনি আরও বলেন, ‘এই সঙ্গীত আমাকে বিশ্বের অন্যান্য অংশে দেখার সুযোগ দিয়েছে। আমি কিছু চলচ্চিত্র করতে চেয়েছিলাম। তবে এর জন্য আমাকে কিছু লোককে আকর্ষণ করতে হবে। অনেকদিন কাজ করেছি। কিন্তু আমি এটা করতে চেয়েছিলাম এমনটা নয়। তাই যখন গানের অফার এল, আমি বললাম ”গো টু হেল”, আমি আমেরিকা গিয়েছিলাম’।

    img 20230403 185026

    প্রিয়াঙ্কা বহু বছর ধরে হলিউডে সঙ্গীতে তাঁর ক্যারিয়ার প্রতিষ্ঠার চেষ্টা করছিলেন। তবে প্রিয়াঙ্কা বুঝতে পেরেছিলেন যে তিনি অভিনয়ে ভালো। এরপর প্রিয়াঙ্কা কঠোর পরিশ্রম করে ‘কোয়ান্টিকো’ পান। এই সিরিজ দিয়ে হলিউডে বিখ্যাত হয়েছিলেন প্রিয়াঙ্কা। এরপর থেকেই কোনো না কোনো প্রোজেক্ট নিয়ে ব্যস্ত ছিলেন এই অভিনেত্রী। ‘সিটাডেল’ ছাড়াও শীঘ্রই ‘লাভ এগেন’-এও দেখা যাবে প্রিয়াঙ্কাকে।