Skip to content

কিছু মানুষকে কেন বেশি পরিমাণে মশা কামড়ায়? রইল কারণের তালিকা

    img 20220816 164440

    মশা (mosquitoe), এমনই একটি প্রাণী যাকে পৃথিবীর যে কোন প্রান্তে গেলেই দেখতে পাওয়া যাবে। পাশাপাশি এর কামড় এবং সেইসঙ্গে মশার গান শোনেনি এমন মানুষ খুঁজে পাওয়া দুস্কর। আবার মশার কামড় থেকে নানারকম রোগের আবির্ভাবও ঘটে। যার ফলে কিছুটা হলেও, মানুষজন মশাকে ভয় পেয়েই চলে। সেই কারণে মশা তাড়ানোর জন্য বিভিন্ন রকম পন্থাও ব্যবহার করে থাকে।

    তবে অনেক সময়, কিছু মানুষকে মশা একটু বেশি করেই কামড়াতে দেখা যায়। সেক্ষেত্রে অনেকে বলে থাকেন, সেইসকল মানুষের শরীরের রক্ত মিষ্টি হওয়ার দরুণ, তাঁদের দিকে মশা বেশি আকৃষ্ট হয়। তবে এসকল কথার মধ্যে কোন সঠিক গ্রহণযোগ্যতা না থাকলেও, বেশ কিছু কারণ আছে যার কারণে মশা একটু বেশি করেই মানুষের প্রতি আকৃষ্ট হয়।

    রইল তালিকা-

    img 20220816 164239

    অ্যালকোহলঃ শরীরে চিনির মাত্রা বাড়লে, রক্তে মিষ্টির পরিমাণও বাড়ে। যার ফলে সেইসকল মানুষকে বেশি করে মশা কামড়ায় বলে জানা গিয়েছে। আবার বেশি পরিমাণে অ্যালকোহল বা বিয়ার পান করলেও, সেইসকল ব্যক্তিকে বেশি করে (mosquitoe) মশা কামড়াতে দেখা যায়। যদিও এই বিষয়ে উপর কোন প্রমাণ নেই।

    img 20220816 164200

    রঙের প্রভাবঃ রিপোর্ট বলছে, কালো রঙের জিনিসের দিকে মশা একটু বেশিই আকৃষ্ট হয়। যার কারণে কোন ব্যক্তি কালো রঙের পোশাক পড়লে, তাঁর কাছাকাছি বেশি মশা উড়তে দেখা যায় এবং তাঁদের বেশি মশা কামড়াতেও দেখা যায়।

    img 20220816 164215

    গর্ভাবস্থায়ঃ বিশেষজ্ঞদের মতানুসারে, গর্ভবতী নারীর শরীরের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকে এবং তাঁদের শরীর থেকে বেশি পরিমাণে কার্বন ডাই অক্সাইডও নির্গত হওয়ার কারণে এই অবস্থায় থাকা মহিলাদের একটু বেশি পরিমাণে মশা কামড়াতে দেখা যায়।

    img 20220817 115328

    শরীরের গন্ধঃ কিছু মানুষকে মশা বেশি পরিমাণে কামড়ানোর পেছনের একটি কারণ হল শরীরের দুর্গন্ধ। বিশেষজ্ঞরা জানিয়েছেন, শরীরের দুর্গন্ধের ফলে মশা (mosquitoe) বেশি আকৃষ্ট হয়। অর্থাৎ যে সকল মানুষের শরীর থেকে বেশি পরিমাণ দুর্গন্ধ বের হয়, মশা তাঁদের দিকেই বেশি আকৃষ্ট হয়।

    Discover more from Entertainment News in Bengali, Latest Tollywood and Bollywood news in Bangla

    Subscribe now to keep reading and get access to the full archive.

    Continue reading