নারী (woman) পুরুষ (man) নিয়েই সমাজ। আর এই সমাজে থাকতে গেলে নানারকম সমস্যার সম্মুখীন হতে হয় সকলকেই। তবে সবসময় যে মাথা ঠিক রাখা যায়, তাও না। এমন অনেক পরিস্থিতি তৈরি হয়, যখন চট করেই মাথা গরম করে ফেলে মানুষজন। আর এই মাথা গরমের মধ্যে নেওয়া সিদ্ধান্ত অনেক সময় ভুলও হয়।
তবে এই মাথা গরমের বিষয় উঠলেই, একটা তর্ক বিতর্ক শুরু হয়ে যায়। কোনপক্ষের মাথা বেশি গরম, নারী নাকি পুরুষ (man)? এই নিয়ে তর্ক বিতর্ক শুরু করলে, তা চলতেই থাকে। তবে প্রকৃতপক্ষে কাদের মাথা বেশি গরম, তা নিয়ে এক সমীক্ষা করল বিজ্ঞানীরা।
কেমব্রিজের মলিকিউলার বায়োলজির গবেষকদের দল বলছে মানুষের মস্তিষ্কের ভিতরের অংশের উষ্ণতা সর্বোচ্চ ৪০.৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে। আর নারীদের তুলনায় পুরুষদের মস্তিষ্ক গড়ে প্রায় ০.৪ ডিগ্রি সেলসিয়াস কম উষ্ণ থাকে।
সম্প্রতি এই বিষয়ের উপর এক গবেষণা করেছেন কেমব্রিজের মলিকিউলার বায়োলজির একদল গবেষক। যেখানে তাঁরা ২০ থেকে ৪০ বছর বয়সি ৪০ জন নারী-পুরুষের মধ্যে পরীক্ষা করে এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে, পুরুষ অপেক্ষা নারীদের (woman) মস্তিষ্ক বেশ কিছুটা বেশি গরম থাকে।
তবে বিজ্ঞানিদের ধারণা, নারীদের (woman) মাথা গড়ে প্রায় ০.৪ ডিগ্রি সেলসিয়াস বেশি উষ্ণ থাকার একটা কারণ হতে পারে ঋতুস্রাব। এইসময় ডিম্বস্ফুটন বা ওভিউলেশন প্রক্রিয়ার আগে নারীদের মস্তিষ্ক স্বাভাবিক ভাবে থাকলেও, এই প্রক্রিয়ার পর পুরুষদের (man) থেকে নারীদের মস্তিষ্ক প্রায় ০.৪ ডিগ্রি সেলসিয়াস বেশি উষ্ণ হয়ে যায়।
যদিও এই বিষয়ের সঙ্গে বিশেষ কোন যোগ আছে কিনা, তা নিয়ে বিশদে কিছু জানাননি গবেষকরা। তবে তাঁদের রিপোর্ট দেখে বোঝা যাচ্ছে, নারীরা একটু হলেও বেশি মাথা গরম করে ফেলেন।