স্যোশাল মিডিয়ায় প্রায়শই বিভিন্ন ছবি ভাইরাল হতে থাকে। সেরকমই বর্তমানে নেটদুনিয়ায় একটি ছোট্ট মেয়ের ছবি ভাইরাল (viral photo) হয়েছে। যেখানে মেয়েটিকে একটি লাল পোশাক পরিহিত অবস্থায় দেখা যাচ্ছে। এই মেয়েটি কিছু বলিউড সুপারস্টারদের পরিবারের অন্তর্ভুক্ত। তাঁর পরিবারের প্রায় সকলেই চলচ্চিত্রের সঙ্গে যুক্ত রয়েছে।
জানিয়ে রাখি, ছবিতে থাকা এই মেয়েটির ঠাকুমা দাদু, দিদা দাদু, মামা মামি সকলেই চলচ্চিত্রের সঙ্গে যুক্ত রয়েছেন। এই ছোট্ট মেয়েটি হলেন রাজ কাপুরের পরিবারের, যিনি বলিউডে শো ম্যান নামে পরিচিত। আবার বিগ বি অর্থাৎ অমিতাভ বচ্চনের পরিবারের সঙ্গেও যুক্ত রয়েছেন তিনি। তবে এই ছোট্ট মেয়েটি বর্তমানে অনেক বড় হয়ে গিয়েছেন। কিন্তু তিনি গ্ল্যামার দুনিয়ার সঙ্গে যুক্ত না থাকলেও, সৌন্দর্যয়ের দিক থেকে কিন্তু পিছিয়ে নেই।
এই মেয়েটি হলেন রাজ কাপুরের মেয়ে ঋতুনন্দার নাতনী নভ্যা নাভেলি নন্দার (Navya Naveli Nanda) ছোটবেলার ছবি। যিনি আবার অমিতাভ বচ্চনের নাতনি হওয়ার পাশাপাশি অভিষেক বচ্চন এবং ঐশ্বরিয়া বচ্চনের ভাইঝি। সম্প্রতি নিজের ইন্সটাগ্রাম হ্যান্ডেল থেকে নিজের এই ছবি শেয়ার করে লিখেছেন ‘চিনির মতই মিষ্টি’। যে ছবিতে তাঁকে লাল সোয়েটার পরিহিত অবস্থায় দেখা গিয়েছে।
প্রোজেক্ট নাভেলির প্রতিষ্ঠাতা এবং আরা হেলথের সহ-প্রতিষ্ঠাতা হলেন নভ্যা নাভেলি নন্দা (Navya Naveli Nanda)। তবে তিনি লাইটস, ক্যামেরা, অ্যাকশনের এই গ্ল্যামার দুনিয়া থেকে অনেকটা দূরেই রয়েছন। নিজের জগতে থাকলেও, বিটাউনের কোন অভিনেত্রীর থেকে কম সুন্দরী নন নভ্যা নাভেলি নন্দা (Navya Naveli Nanda)।