স্টার জলসার পর্দায় দর্শকদের এক অন্যতম পছন্দের ধারাবাহিক হল ‘গাঁটছড়া’ (Gaatchora)। এখানে খড়ি অর্থাৎ সেলাঙ্কি রায় (Solanki Roy) এবং গৌরব চ্যাটার্জী দম্পতি হিসাবে দর্শকদের মন জয় করে নিয়েছেন। তবে জানেন কি বাস্তবে খড়ি অর্থাৎ সোলাঙ্কি রায়ের মনের মানুষ কে?
আপনারা কি জানেন সোলাঙ্কি রায় বিবাহিতা। কথাটা শুনে আকাশ থেকে পড়লেও, কথাটা বাস্তবে সঠিক। আজ্ঞে হ্যাঁ বহুদিন আগেই বিয়ের পিঁড়িতে বসে পড়েছিলেন অভিনেত্রী সোলাঙ্কি রায় (Solanki Roy)। ২০১৮ সালে দীর্ঘ দিনের বন্ধু শাক্য বসুর সঙ্গে বাস্তবের গাঁটছড়া বেঁধে নিয়েছেন তিনি। পেশায় ব্যাঙ্ক কর্মী এবং একজন ক্রিকেটার শাক্য বসু কর্মসূত্রে নিউজিল্যান্ডবাসী। বিয়ের পর সেখানে গেলেও, দর্শকদের ভালবাসার কারণে আবারও ভারতে ফিরে এসে অভিনয় শুরু করেন সোলাঙ্কি রায়।
তবে কিছুদিন আগেই কালীপূজোর সময় স্যোশাল মিডিয়ায় সোলাঙ্কির শেয়ার করা এক ছবি নিয়ে গুঞ্জন ওঠে টেলিপাড়ায়। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে এক ছবি শেয়ার করার সঙ্গে সঙ্গেই শোরগোল পড়ে গিয়েছে নেটদুনিয়ায়। যেখানে সকল বন্ধুদের সঙ্গে একটি গ্রুপ ছবি তুলতে দেখা গিয়েছে অভিনেত্রীকে। আয়নার সামনে দাঁড়িয়ে থাকা অভিনেত্রীর ঠিক পেছনেই আবার দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে তাঁরই এক ঘনিষ্ঠ বন্ধু সোহম মজুমদারকে। আর এই ছবি ঘিরেই যত জল্পনা কল্পনা শুরু হয়েছে নেটিজনদের মধ্যে।
এদিকে আবার বেশকিছু দিন ধরেই টেলি পাড়ায় কান পাতলেই শোনা যাচ্ছিল সোলাঙ্কি ও সোহমের গুঞ্জন। এরই মধ্যে আবার এই ছবিটি সোহম নিজের ইনস্টাগ্রাম স্টরিতে শেয়ার করার পর থেকেই এই জল্পনায় যেন আরও একটু ঘি পড়ে যায়। স্যোশাল মিডিয়ায় এমন খবর রটনা হয়ে গেলেও, এই বিষয়ে এখনও অবধি কোন প্রতিক্রিয়া দেননি সোলাঙ্কি (Solanki Roy) এবং সোহম। আপাতত নিজের শ্যুটিং-র কাজ নিয়েই ব্যস্ত রয়েছেন অভিনেত্রী, এমনটাই জানা গিয়েছে।