Skip to content

রাস্তার ধারে সাদা রং করা গাছ দেখা যায়, কিন্তু কেন করা হয় এই রং?

    img 20220903 111628

    ‘একটি গাছ একটি প্রাণ’ ছোট থেকেই এই প্রবাদ বাক্যের সঙ্গে পরিচিত রয়েছেন সকলেই। সেইমতই যে ভাবে পারেন বাড়িতে হোক কিংবা রাস্তার ধারে গাছ (tree) লাগিয়ে থাকেন। তবে একটা বিষয় কি কখনও লক্ষ্য করেছেন, যে রাস্তার ধারে কিংবা হাইওয়ের পাশের গাছগুলোতে কেন সাদা রং (white paint)) করা হয়?

    এই বিষয়ের পেছনে রয়েছে বেশকিছু কারণ। জেনে নিন-

    অন্ধকার রাস্তায় এই সাদা রংই পথ দেখায় গাড়ির চালকদের। অনেক সময় নির্জন জায়গায় আলো না থাকলে, এই গাছের সাদা অংশের সাহায্যে দিক ঠিক করে গাড়ি চালাতে পারেন গাড়ির চালকরা। বিশেষত ঘন জঙ্গলপ্রবণ এলাকায় এমনতা বেশি দেখা যায়। যার ফলে রাতের অন্ধকারে আলো না থাকলেও, গাড়ি চালাতে সুবিধা হয় চালকদের।

    img 20220822 212636

    আবার অনেক সময় দেখা যায়, এইসকল গাছের (tree) উপরের অংশ কেটে ফেললেও, নীচের সাদা অংশের গাছ সঠিকভাবে থকে যায় বেশকিছুদিন। এই বিষয়ে কর্নেল ইউনিভার্সিটির গবেষকরা জনিয়েছেন, সূর্যের রশ্মি সরাসরি ক্ষতিগ্রস্ত হওয়া থেকে নতুন ফলিকলকে রক্ষা করে গাছের এই সাদা অংশ। যার ফলে নতুন অঙ্কুর ক্ষতির ঝুঁকির প্রবণতা অনেকটাই কমে যায়।

    img 20220822 212648

    এসবের মধ্যে আরও একটি কারণ হল, সেখা যায় এই সাদা রং (white paint) আসলে চুন। আর এই চুন ব্যবহার করলে তা গাছের নিচে মাটির স্তর পর্যন্ত পৌঁছে যায়। যাতে করে পোকামাকড়ের হাত থেকে কিছুটা হলেও রক্ষা করা যায় গাছকে (tree)। আবার এই চুন লাগানোর ফলেই, গাছের বয়স অনেকটা তাড়াতাড়ি বেড়ে যায় এবং গাছের বাইরের স্তরকে রক্ষা করে গাছকে ফাটার হাত থেকে রক্ষা করে এই সাদা চুন (white lime)।