Skip to content

পরিবারের সঙ্গে গেলে পড়তে পারেন লজ্জায়, হিমাচলের এই স্থানগুলো বন্ধুদের সঙ্গে ভ্রমণের জন্যই বিখ্যাত

    img 20220804 122109

    অনেকেই পরিবারের (family) সঙ্গে দেশ হোক কিংবা বিদেশের বিভিন্ন স্থানে ঘুরতে পছন্দ করেন। আবার অনেকে এমন আছেন, পরিবার অপেক্ষা বন্ধুদের (friend) সঙ্গেই বেশি ঘুরতে পছন্দ করেন। তবে পরিবারের সঙ্গে ঘুরতে যেতে অনেকেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে থাকেন। কিন্তু আমাদের দেশেই এমন কিছু জায়গা আছে, যেখানে পরিবারের লোকজনের সঙ্গে ঘুরতে গেলে লজ্জায় পড়তে হবে আপনাকেই। হিমাচলপ্রদেশের (himachal pradesh) এমন কিছু জায়গা আছে, যেখানে পরিবার নয়, বন্ধুদের সঙ্গে যেতেই আপনি বেশি স্বাচ্ছন্দ বোধ করবেন।

    img 20220804 121901

    কাসোল (Kasol)- হিমাচল প্রদেশের কুল্লু জেলায় অবস্থিত একটি খুব সুন্দর গ্রাম হল কাসোল, যা প্রতিটি তরুণ তরুণীর পছন্দের তালিকায় থাকে। এই স্থান অনেক ইসরায়েলি ক্যাফে এবং রেস্তোরাঁর জন্য বিখ্যাত, যেখানে খুব সুন্দর খাবার পরিবেশন করা হয়। প্রধানত এই স্থানটি মারিজুয়ানা প্রেমীদের কেন্দ্র। তাজা এবং ভাল মানের আগাছা কিনতে চাওয়া মানুষে ভর্তি রয়েছে এই জায়গা। এই স্থান এপরিবারের সঙ্গে ঘুরতে এলে কিছুটা অস্বস্তিতে পড়তে পারেন তরু তরুণীরা।

    img 20220804 121848

    সিমলা-মানালি (Shimla-Manali)- পরিবার অপেক্ষা বন্ধুদের সঙ্গেই বেশি ভালো লাগবে এই স্থানটি। এখানে বসে বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে দিতে সময় যে কখন বয়ে যাবে, তা ঠাহর করতে পারবেন না।

    img 20220804 121832

    মালানা (Malana)- শহরের কোলাহল থেকে দূরে হিমাচল প্রদেশের (himachal pradesh) কুল্লু অঞ্চলের মালানা দেখতে স্বর্গের চেয়ে কোন অংশে কম নয়। এই স্থানটি বিশ্বের অন্যতম সুন্দর স্থানের মধ্যে একটি এবং এখানে প্রচুর মানুষ ভ্রমণের জন্য আসেন। এখানে বসবসারে সমস্যার পাশাপাশি খোলাখুলি ধূমপানের কারণে, এই স্থানে পরিবার নিয়ে যেতে আপনার খারাপ লাগতে পারে।

    img 20220804 121817

    ধর্মকোট (Dharamkot)- হিমাচল প্রদেশের (himachal pradesh) একটি আকর্ষণীয় হিল স্টেশন হল ম্যাকলিওডগঞ্জ। প্রকৃতির কোলে অবস্থিত পর্যটকদের মধ্যে বেশ জনপ্রিয় এই হিল স্টেশন থেকে কয়েক কিলোমিটার দূরে অবস্থিত ধর্মকোটে আপনি এক থেকে এক ট্রেকিং ট্রেইল উপভোগ করতে পারেন। একাকী নিরিবিলি যদি সময় কাটাতে চান, তাহলে পরিবার নয়, একাই এখানে এসে কিছুটা সময় কাটিয়ে যেতে পারেন।