Skip to content

বিদেশে ঘুরতে গিয়ে পেয়েছিলেন আইডিয়া, ব্যবসা শুরু করে আজ কোম্পানি দাঁড়িয়েছে ৯৭০ মিলিয়ন ডলারে

    বেড়াতে গিয়েছিলেন ব্যাংককে। আর সেখানে গিয়ে সেখানকার মানুষের মধ্যে ফ্যাশন নিয়ে ভালোবাসা দেখেই একটি অনলাইন প্ল্যাটফর্ম চালু করার কথা ভেবেছিলেন অঙ্কিতি বসু। যেমন ভাবা, ঠিক তেমন কাজ। ২০১৪ সালে zilingo কোম্পানি প্রতিষ্ঠা করেন অঙ্কিতি।

    ইতিমধ্যেই দক্ষিণ-পূর্ব এশিয়ার ফ্যাশন ই-কমার্স প্ল্যাটফর্ম গিলগো একটি নতুন দিক উন্মোচন করেছে। মাত্র ২৭ বছর বয়সেই একটি কোম্পানি প্রতিষ্ঠা করে সিইও হয়েছেন অঙ্কিতি। এই কোম্পানির হেডঅফিস রয়েছে সিঙ্গাপুরে এবং টিম রয়েছে ব্যাঙ্গালুরুতে। তবে ব্যাঙ্গালুরুতে এই স্টার্টআপের আর এক সহ-প্রতিষ্ঠাতা ধ্রুব কাপুর কাজ দেখাশোনা করেন।

    ২০১২ সালে মুম্বাইয়ের সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে স্নাতক হওয়ার পর ব্যাঙ্গালুরুতে ঘুরতে গিয়ে এই ব্যবসা শুরু করেন অঙ্কিতি। ধীরে ধীরে তাঁর এই কোম্পানি সিঙ্গাপুর ছাড়াও ইন্দোনেশিয়া, থাইল্যান্ড ও ফিলিপাইনে জিলিংগো কোম্পানি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে।

    অঙ্কিতি জানান, তাঁর টিমে প্রায় ১০০ জন কাজ করেন। তাঁর এই যাত্রা পথে পুরুষের সাহায্য পেলেও, বেশি মহিলা সাহায্য পেলে তিনি খুশি হতেন। বর্তমান সময়ে এই zilingo-র মূল্য প্রায় ৯৭০ মিলিয়ন ডলারের কাছাকাছি। ফান্ডিং থেকে ৩০৬ মিলিয়ন ডলার সংগ্রহ করেছে এই কোম্পানি। কিভাবে হঠাৎ করে একটি ব্যবসা শুরু করে সেটাকে সফল করে তোলা যায়, তা অঙ্কিতি প্রমাণ করে দিয়েছে।