Skip to content

গরমে এগিয়ে কোন জেলা? নাজেহাল বঙ্গবাসী, স্বস্তি মিলবে কবে? কি বলছে আবহাওয়া দপ্তর

    img 20230413 231729

    চৈত্রের শেষলগ্নে প্রবল গরমে পুড়ছে গোটা বঙ্গ। গ্রীষ্মের শুরুতেই বেশ জমিয়ে রাজত্ব করছে গরম। রিপোর্ট বলছে, তাপমাত্রা প্রায় ৪০ ডিগ্রি ছুঁইছুঁই। রীতিমতো গরমে হাঁসফাঁস করছে বঙ্গের সব মানুষ। গত বুধবার কলকাতার তাপমাত্রা বৃদ্ধি পেল আরো কিছুটা। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামীকাল কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৮-৪০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি।

    img 20230413 231221

    গত দিন আলিপুরের তাপমাত্রা ছিল ৩৮.৬ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া রাজ্যের একাধিক জেলায় তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়িয়েছে। বিশেষ করে, উত্তর ২৪ পরগনার অশোকনগরের তাপমাত্রা ছিল ৩৯ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া দপ্তরের প্রাপ্ত খবর অনুযায়ী, আগামী কয়েকদিন কলকাতা সহ পশ্চিমবঙ্গের একাধিক জেলায় তাপমাত্রা প্রবাহের সম্ভাবনা রয়েছে।

    img 20230413 231358

    পশ্চিমবঙ্গের বাঁকুড়া ও মুর্শিদাবাদ জেলার তাপমাত্রা ছিল ৪০ ডিগ্রি সেলসিয়াসেরও বেশি (৪০.০২)। আসানসোলে ৩৯.৯ ডিগ্রি, শান্তিনিকেতনে ৩৯.৫ ডিগ্রি, মেদিনীপুরে ৩৯.৭ ডিগ্রি। এছাড়া নদীয়া জেলার কৃষ্ণনগরের তাপমাত্রা ছিল ৩৯ ডিগ্রি। এবং সমুদ্র সৈকত দীঘা ও তার চারপাশের এলাকার তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁইছুঁই।

    img 20230413 231245

    এছাড়াও পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলায় তাপমাত্রা প্রখর। যতদূর জানা যাচ্ছে, আগামী কয়েকদিনের মধ্যে রাজ্যে বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। বর্তমানে গরম যে হারে বাড়ছে তাতে নাজেহাল বঙ্গবাসী। আগামী দিনগুলোতে এই গরম আরো অস্বস্তি বাড়াবে বলেই মনে হচ্ছে।