চলচ্চিত্র বিনোদনের অন্যতম সেরা মাধ্যম। প্রতিবছরই বিভিন্ন পুরস্কারে পুরস্কৃত করা হয় সেরা চলচ্চিত্রগুলোকে। সম্প্রতি সস্পন্ন হল ২০২৩ সালের অস্কার (oscar) বিতরণী অনুষ্ঠান। ইতিমধ্যেই পুরস্কার নিয়ে নিজ নিজ বাড়িতেও ফিরে গিয়েছেন তারকারা। এখন প্রশ্ন হচ্ছে, অস্কার বিজয়ী চলচ্চিত্রগুলো ঠিক কোথায় আর কিভাবে দেখা যাবে, এই বিষয়টা ঘুরপাক খাচ্ছে নেটিজনদের মাথায়।
এবার জেনে নিন-
এভ্রিথিং এভ্রিহোয়ার আল অ্যাট ওয়ান্স (Everything Everywhere All at Once)
পরিচালক- ড্যানিয়েল কোয়ান, ড্যানিয়েল শেইনার্ট
স্টারকাস্ট- মিশেল ইয়োহ, কে হু কোয়ান, জেমি লি কার্টিস, জেনি স্লেট
চলচ্চিত্রে ইভলিন নামে একজন চীনা অভিবাসী, যিনি তাঁর পরিবারের সঙ্গে আমেরিকায় থাকেন। স্বামীর সঙ্গে লন্ড্রি চালান। তার জীবনে কিছুই ঠিক হচ্ছে না। একই সময়ে তিনি জানতে পারেন যে একাধিক মহাবিশ্ব রয়েছে। অন্য মহাবিশ্বে একটি বড় বিপদ রয়েছে, যা শুধুমাত্র ইভলিন এড়াতে পারে।
কীভাবে তিনি এই সব করেন, ‘এভরিথিং এভরিহোয়ার অল অ্যাট ওয়ানস’ এই বিষয়ে কথা বলেন। এই ছবিটি অস্কারে ১১ টি মনোনয়ন পেয়ে ৭ টি পুরস্কার জিতেছে। সেরা চলচ্চিত্র, সেরা অভিনেত্রী, সেরা পার্শ্ব অভিনেতা, সেরা পার্শ্ব অভিনেত্রী এবং সেরা পরিচালকের পুরস্কার পেয়েছে এই চলচ্চিত্র। Sony Liv-এ স্ট্রিম করা যাবে এই ‘Everything Everywhere All at One’ চলচ্চিত্র।
আল কুইট অন দ্যা অয়েস্টার্ন ফ্রন্ট (All Quiet on the Western Front)
পরিচালক- এডওয়ার্ড বার্জার
স্টারকাস্ট- ফেলিক্স কামারার, ড্যানিয়েল ব্রিল
১৯১৭ সালের প্রথম বিশ্বযুদ্ধের সময়কার গল্প নিয়ে নির্মিত এই চলচ্চিত্রে পল বোমার নামে ১৭ বছর বয়সী একটি ছেলে রয়েছে। বন্ধু ও সহকর্মীদের উৎসাহে তিনি জার্মান সেনাবাহিনীতে যোগ দিয়ে যে বুঝতে পারে যুদ্ধের অসারতা ও ভয়াবহতা। বন্ধুদের চোখের সামনে মরতে দেখে অনুশোচনা হলেও, অনেক দেরী হয়ে যায়। এই চলচ্চিত্র অস্কারের ৯ টি বিভাগে মনোনীত হলেও সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম, সেরা সিনেমাটোগ্রাফি এবং সেরা মৌলিক স্কোরের মত ৪ টি বিভাগে পুরস্কার অর্জন করেছে। নেটফ্লিক্সে দেখা যাবে এই চলচ্চিত্র।
আরআরআর (RRR)
পরিচালক- এস.এস. রাজামৌলি
স্টারকাস্ট- রাম চরণ, এনটিআর জুনিয়র, আলিয়া ভাট, অলিভিয়া মরিস
দুই প্রকৃত স্বাধীনতা সংগ্রামী আল্লুরী সীতারাম রাজু এবং কোমারাম ভীমের জীবনের উপর ভিত্তি করে তৈরি করা হয় ফ্যান্টাসি ফিল্ম RRR। এই কাল্পনিক গল্পে দুই ব্যক্তি বাস্তব জীবনে কখনো একে অপরের সাথে দেখা করেননি। এই চলচ্চিত্রের মধ্য দিয়ে পরিচালক রাজামৌলি বোঝাতে চেয়েছেন, তাঁরা যদি মিলিত হতেন, তাহলে ঠিক কি করতেন। সেরা মৌলিক গান বিভাগে অস্কার মনোনয়ন পেয়েছে এই চলচ্চিত্রের গান ‘নাটু নাটু’। নেটফ্লিক্সে দেখা যাবে এই চলচ্চিত্র।