Skip to content

এমন কোন জিনিস কেনার সময় ১ কেজি,তারপর ২ কেজি আর ফেলার সময় ৩ কেজি হয়?

    img 20230505 125446

    উচ্চপদস্থ কোন সরকারি চাকরি (Government Job) পাওয়া প্রায় সব শিক্ষার্থীর স্বপ্ন। তবে, ভালো সরকারি চাকরি পাওয়া মোটেও সহজ নয়। তার জন্য কঠিন প্রস্তুতির প্রয়োজন। তার পাশাপাশি সরকারি চাকরি পেতে গেলে দৃঢ় সংকল্প বদ্ধ হওয়া দরকার। আপনি যে নির্দিষ্ট সংস্থা এবং অবস্থানের জন্য আবেদন করেছেন তা বিশ্লেষণ করার জন্য আপনার সময় নেওয়া গুরুত্বপূর্ণ। একটি সংগঠিত পদ্ধতি হল আপনার সরকারি চাকরির ইন্টারভিউয়ের জন্য প্রস্তুত করার সর্বোত্তম উপায়। ইন্টারভিউয়ার চাকরির জন্য সর্বদা সঠিক ব্যক্তিকে খোঁজেন, যিনি এই কাজ ও পদের জন্য উপযুক্ত। ইন্টারভিউ মুহূর্তে এমন কিছু প্রশ্নের সম্মুখীন হতে হয় প্রার্থীদেরকে যা শুনে ঘাবড়ে যান অনেকেই। আজকের এই প্রতিবেদনের মাধ্যমে এমন কিছু সরকারি চাকরির ইন্টারভিউর প্রশ্ন ও উত্তর জানব যা আগামীতে আপনার কাজে আসতে পারে।

    img 20230505 125750

    img 20230505 125547

    প্রশ্নঃ বিশ্বে মাখন ও ঘি উৎপাদনে প্রথম দেশ কোনটি ?

    উত্তরঃ ভারত ।

    প্রশ্নঃ ছেলেরা তার বোনের টা দেখতে পায় , কিন্তু মায়েরটা পায় না , সেটা কী ?

    উত্তরঃ বিবাহ (যদি তার মা দ্বিতীয়বার বিয়ে না করেন)।

    প্রশ্নঃ আয়তনের দিক দিয়ে সবচেয়ে বেশি বন রয়েছে কোন রাজ্যে ?

    উত্তরঃ মধ্যপ্রদেশ (Madhya Pradesh)

    প্রশ্নঃ জাতিপুঞ্জের সদর দপ্তর কোথায় অবস্থিত?

    উত্তরঃ নিউ ইয়র্ক (New York)।

    প্রশ্নঃ কোন পাহাড়ি অঞ্চলকে ‘ কুইন অফ রেলস্টেশন ’ বলা হয়?

    উত্তরঃ মুসৌরি (Mussoorie) ।

    প্রশ্নঃ মানুষের হাতের বাহু কোন শ্রেণীর লিভার ?

    উত্তরঃ তৃতীয় শ্রেণীর ।

    প্রশ্নঃ এমন কোন জিনিস যার দাঁত থাকার পরেও কামড়াতে পারে না ?

    উত্তরঃ চিরুনি ।

    img 20230505 130144

    প্রশ্নঃ দুটি ‘ গ্রীন টাউন ‘ (Green Towns) থাকা ভারতের প্রথম রাজ্য হল কোনটি ?

    উত্তরঃ বিহার ।

    প্রশ্নঃ পৃথিবীর সবচেয়ে বড় স্বাদু জলের হ্রদ কোনটি ?

    উত্তরঃ সুপিরিয়র হ্রদ , (Lake Superior) উত্তর আমেরিকার সর্ববৃহৎ হ্রদ।

    প্রশ্নঃ হিমঘর থেকে কোন বায়ু দূষক গ্যাস নির্গত হয় ?

    উত্তরঃ অ্যামোনিয়া ( Ammonia ) ।

    প্রশ্নঃ বক্সা জাতীয় উদ্যানটি কোন রাজ্যে অবস্থিত ?

    উত্তরঃ পশ্চিমবঙ্গ ।

    প্রশ্নঃ ১৮৩৭ সালে অশোকের শিলালিপি পাঠোদ্ধার করেন কে ?

    উত্তরঃ জেমস প্রিন্সেপ ( James Prinsep ) ।

    প্রশ্নঃ এখনো পর্যন্ত ভূমিধসের ঘটনাটি ঘটেছে ভারতবর্ষে সর্বাধিক ভয়াবহ কোথায় ?

    উত্তরঃ উত্তরাখণ্ডে ।

    প্রশ্নঃ জোয়ার ও ভাটার মধ্যে সময়ের পার্থক্য কত ?

    উত্তরঃ ১২ ঘন্টা ২৬ মিনিট ।

    প্রশ্নঃ চা উৎপাদনে ভারতের প্রথম রাজ্য কোনটি?

    উত্তরঃ আসাম ।

    img 20230505 130341

    প্রশ্নঃ শিখ ধর্মের প্রবর্তক কে ছিলেন ?

    উত্তরঃ গুরু নানক ( Guru Nanak ) ।

    প্রশ্নঃ কালিকট বন্দরের বর্তমান নাম কী ?

    উত্তরঃ কোঝিকোড় ( Kozhikode ) ।

    প্রশ্নঃ স্বাধীন ভারতের কত সালে প্রথম কয়েন চালু হয়েছিল ?

    উত্তরঃ ১৯৫০ সালে ।

    প্রশ্নঃ সর্বশিক্ষা অভিযান ( Sarva Shiksha Abhiyan ) কত সালে শুরু হয়েছিল ?

    উত্তরঃ ২০০০ সালে ।

    প্রশ্নঃ কোন প্রাণীটি আল্ট্রা শব্দ ( ultra sound ) তৈরি করতে পারে ?

    উত্তরঃ শুশুক ।

    প্রশ্নঃ ভারতের কোন শহরে প্রথম রোবট দ্বারা ট্রাফিক নিয়ন্ত্রণ করা হয়েছিল?

    উত্তরঃ ইন্দোর (Indore)

    প্রশ্নঃ ভারতের প্রথম বালিকা বিদ্যালয় কোথায় স্থাপিত হয়েছিল ?

    উত্তরঃ বেথুন কলেজ ( Bethune College ) বাংলার ইতিহাসে প্রথম মহিলা কলেজ যা ১৮৪৯ খ্রিষ্টাব্দে জন এলিয়ট ড্রিঙ্কওয়াটার বিটনের প্রচেষ্টায় কলকাতায় প্রতিষ্ঠিত হয় ।

    প্রশ্নঃ এশিয়ার ‘ ডিমের ঝুড়ি ’ ( basket of eggs ) ভারতের কোন রাজ্যকে বলা হয় ?

    উত্তরঃ অন্ধ্রপ্রদেশকে।

    প্রশ্নঃ কিনে আনি ১ কেজি , হয়ে যায় ২ কেজি আর ফেলে দিই ৩ কেজি , বলুন সেটা কী ?

    img 20230505 131108

    উত্তরঃ চা পাতা । আসলে এক কেজি চা পাতা কিনে আনলে সেটা দিয়ে অনেকটা চা বানাতে পারবেন , আর চা করার পর যে চা পাতাটা ফেলে দেবেন তা ভিজে যাওয়ার পর সেটার ওজন আরো বেশি হয়ে যাবে ।