Skip to content

ছোটবেলায় কেমন ছিল আপনার পছন্দের জুটিরা! অ্যালবাম ঘেঁটে রইল তাঁদের কিছু ছবি

    সন্ধ্যে হতে না হতেই হাতে রিমোট নিয়ে টিভির সামনে বসে পড়েন সিরিয়াল প্রেমী মানুষজন। দেখতে দেখতেই ধারাবাহিকের চরিত্রগুলো তাঁদের আপন হয়ে যায়। সেইসকল চরিত্রগুলোর সুখ, দুঃখ যেন তাঁদেরও সুখ দুঃখে পরিণত হয়।

    তবে শুধু ধারাবাহিক দেখেই ক্ষান্ত হন না মানুষজন। সিরিয়ালের চরিত্রদের ব্যক্তিগত জীবনের খুঁটিনাটি জানতেও আগ্রহী হয় দর্শককূল। আবার কেউ কেউ তো তাঁদের বর্তমান চরিত্রগুলো ছোটবেলায় দেখতে কেমন ছিল, তা জানতেও উৎসুক হয়ে পড়ে।

    দেখে নিন ছোটবেলায় কেমন ছিল আপনার পছন্দের সিরিয়ালের তারকারা।

    মিঠাই এবং সিদ্ধার্থ- জি বাংলার অন্যতম একটি সেরা ধারাবাহিক হল ‘মিঠাই’ (Mithai)। এই সিরিয়ালে সিদ্ধার্থ এবং মিঠাই জুটি সকলেরই খুব আদরের। বেশিরভাগ সময়েই দেখা যায়, সাপ্তাহিক টিআরপির শীর্ষে থাকে এই ধারাবাহিক। তবে স্যোশাল মিডিয়ায় আবার সিদ্ধার্থ মিঠাইয়ের ভক্তরা আদৃত রায় এবং সৌমিতৃষা কুন্ডুর ছোটবেলার ছবি এডিট করেছেন, যা রীতিমত ভাইরাল হয়ে গিয়েছে।

    উর্মি এবং সাত্যকি- অন্বেষা হাজরা এবং ঋত্বিক মুখার্জি অভিনীত জি বাংলার ধারাবাহিক ‘এই পথ যদি না শেষ হয়’ (Ei Poth Jodi na Sesh Hoy) দর্শকদের মধ্যে বেশ সাড়া ফেলেছে। এই সিরিয়ালে উর্মির চরিত্র সকলেরই খুব পছন্দের। দর্শকদের পছন্দের এই জুটির ছোটবেলার ছবিও থাকছে আপনাদের জন্য।

    আহির এবং পিলু- জি বাংলার এক ডান্স রিয়্যালিটি শো থেকে নাচের মাধ্যমে সকলের মন জয় করার পর জনপ্রিয় ধারাবাহিক ‘পিলু’তে (Pilu) দেখা গিয়েছে অভিনেত্রী মেঘা দাঁকে। অন্যদিকে এই সিরিয়ালে মেঘার বিপরীতে রয়েছেন গৌরব চৌধুরী। এই জুটিও দর্শকদের পছন্দের তালিকার প্রথম দিকেই রয়েছে। স্যোশাল মিডিয়ায় এই জুটিরও ছোটবেলা এডিট করেছেন ভক্তরা।

    তুবড়ি এবং অর্জুন- সম্প্রতি শুরু হয়েছে জি বাংলার অপর এক ধারাবাহিক ‘উড়ন তুবড়ি’ (Uron Tubri)। এই ধারাবাহিক অল্প কিছুদিন শুরু হলেও, মানুষের মধ্যে বেশ আকর্ষণ সৃষ্টি করেছে এই সিরিয়াল। ভক্তদের এডিট থেকে বাদ গেল না অভিনেত্রী সোহিনী বন্দ্যোপাধ্যায় এবং অভিনেতা স্বস্তিক ঘোষের ছোটবেলার ছবি।