আগামী ৩ রা জুন বড় পর্দায় মুক্তি পেতে চলেছে বলি অভিনেতা অক্ষয় কুমার (akshay kumar) অভিনীত ছবি ‘সম্রাট পৃথ্বীরাজ’ (samrat prithviraj)। এই ছবির ট্রেলার মুক্তি থেকেই সিনেমা নিয়ে নানা সমস্যা শুরু হয়েছে। প্রথমত এই ছবিতে অক্ষয় কুমারকে (akshay kumar) প্রধান চরিত্রে কেন নেওয়া হয়েছে, এই নিয়ে কম সমালোচনা হয়নি। আর তারপর ছবির নাম নিয়েও নানা সমস্যা দেখা দিয়েছে।
এসবের মধ্যেও ছবি মুক্তির পূর্বে প্রমোশনে মেতেছেন ছবির স্টারকাস্টরা। সম্প্রতি ‘ড্যান্স ইন্ডিয়া ডান্স লিল মাস্টার সিজন 5’-র মঞ্চে দেখা গিয়েছিল বলিউডের খিলাড়ি অক্ষয় কুমারকে। সেখানে ছবির প্রমোশনের কথা বলার পাশাপাশি কিছুটা আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন অভিনেতা।
অক্ষয় কুমার (akshay kumar) বলেন, ‘প্রায় ৩০ বছর হয়ে গেল অভিনয়ের সঙ্গে যুক্ত রয়েছি আমি। তবে বুঝতেই পারলাম না, কিভাবে এতগুলো বছর কেটে গেল। আমার কেরিয়ারে আমি প্রায় ৬৫০ টিরও বেশি গানে অভিনয় করেছি। কিন্তু আমি এখনই অবসর নিতে চাইছি না। আজকের দিনে দাঁড়িয়ে আমার গানে এই বাচ্চাদের নৃত্য পরিবেশন দেখে আমি অত্যন্ত আবেগপ্রবণ হয়ে পড়েছি। তবে আজকে তাঁদের এই পারফরম্যান্স দেখে আমার মনে হল, আমি বুড়ো হয়ে গেছি, আমার অবসর নেওয়া উচিত। কিন্তু না, যতক্ষণ পারব আমি এই ভাবেই চালিয়ে যাব। থেমে যাব না’।
এখানেই শেষ নয়, তিনি আরও বলেন, ‘সবাইকে আমি বলতে চাই, জীবনে কাজের থেকে গুরুত্বপূর্ণ আর কিছুই হতে পারে না। প্রত্যেকেরই কাজ করে যাওয়া উচিত। আমি মনে করি, যারা এখনও কাজ পাচ্ছেন, তারা খুবই ভাগ্যবান। বিনোদন দুনিয়ায় আমার যখন ৫০ বছর পূর্ণ হবে, তখনও আমি অবসর নিতে চাইব না’।
জানিয়ে রাখি, যশ রাজ ফিল্মস প্রযোজিত এবং অক্ষয় কুমার অভিনীত ‘সম্রাট পৃথ্বীরাজ’ (samrat prithviraj) ছবিটি মুক্তি পাচ্ছে আগামী ৩ রা জুন। এই ছবিতে অক্ষয় কুমার ছাড়াও রয়েছেন সুন্দরী মানসি চিল্লার, সোনু সুদ এবং সঞ্জয় দত্ত। তবে এই ছবির নাম নিয়ে কিছু বিতর্ক থাকায়, বর্তমানে যশ রাজ ফিল্মস জানিয়েছে, কারো অনুভূতিতে আঘাত বা অপমান করা তাঁদের উদ্দেশ্য নয়। তাই তারা সিদ্ধান্ত নিয়েছে, ছবির নাম ‘পৃথ্বীরাজ’ থেকে পরিবর্তন করে ‘সম্রাট পৃথ্বীরাজ’ (samrat prithviraj) রাখা হবে।