Skip to content

কম বাজেটে রোম্যান্টিক ভ্রমণ করতে চান? তাহলে এখনই দেখে নিন কিছু সেরা টুরিস্ট ডেস্টিনেশন

    img 20221112 131601

    বিশেষত বিয়ের পর সদ্য বিবাহিত দম্পতিরা নিজেদের মধ্যে কিছুটা সময় কাটাতে পছন্দ করেন। সেই কারণেই তাঁদের দূরে কোথাও ভ্রমণের জন্য বেরিয়ে পড়তে দেখা যায়। তবে শুধুমাত্র বিবাহিত দম্পতিরাই নয়, অনেক সময় পরিবারের সঙ্গে হোক কিংবা বন্ধুদের সঙ্গে কিছুটা সময় ছুটি কাটাতে অনেকেই বেরিয়ে পড়তে ভালোবাসেন।

    ভ্রমণের ক্ষেত্রে যারা একটু শান্তি এবং চারপাশে উপত্যকা ঘেরা জায়গা পছন্দ করেন, তাঁদের জন্য রয়েছে বেশকিছু ভ্রমণ স্থানের হদিশ। আপনার কাছেই রয়েছে এমন কিছু হিল স্টেশন, যেখানে ভ্রমণে আপনি দেখতে পাবেন প্রকৃতির অপার সৌন্দর্য্য। আর খুব বেশি খরচও হবে না আপনার। কম খরচেই প্রায় ৫০০০ থেকে ৬০০০ টাকার মধ্যেই ঘুরে আসতে পারবেন বেশ কয়েক দিন।

    দেখে নিন তালিকা-

    img 20221112 131525

    মোরনি হিলস (Morni Hills)- চণ্ডীগড়ের কাছে মোরনি হিলস অন্যতম একটি টুরিস্ট ডেস্টিনেশন। বিয়ের পর হাতে অর্থ কম থাকলে, চট করে দুজনে মিলে ঘুরে আসুন এই স্থান থেকে।

    img 20221112 131514

    সিমলা (Shimla)- সদ্য বিবাহিত দম্পতি হোক কিংবা বন্ধুদের সঙ্গে, সিমলা হল এমন একটি স্থান, যেখানকার প্রকৃতি সকলেরই পছন্দের। সুন্দর পাহাড় এবং সবুজে ঘেরা অরণ্য দেখতে চাইলে একবার হলেও সিমলা যাওয়া উচিত।

    img 20221112 131501

    ভিমতাল (Bhimtal)- নদী, জলপ্রপাত এবং লেক যদি আপনি পছন্দ করেন তাহলে এই জায়গাটি আপনার পছন্দ হবেই হবে। দিল্লী থেকে মাত্র ৩০০ কিমি দূরে এই স্থানে আপনি ট্রেকিং, বোটিং সমস্তকিছুই উপভোগ করতে পারবেন।

    img 20221112 131448

    প্যাঙ্গোট (Pangoot)- নৈনিতালের কাছে অবস্থিত এই ছোট সুন্দর হিল স্টেশনে পাহাড় এবং সমতল সহজেই দেখা যাবে। এখানে কম খরচে থাকার জন্য সুন্দর সুন্দর হোটেল, কটেজ সবকিছুই রয়েছে। ব্যস্ততার মধ্যে কিছুটা সময় বের করে ঘুরেই আসতে পারেন এই স্থান থেকে।

    Discover more from Entertainment News in Bengali, Latest Tollywood and Bollywood news in Bangla

    Subscribe now to keep reading and get access to the full archive.

    Continue reading