Skip to content

IAS হতে চান? জেনে নিন এই পরীক্ষা সংক্রান্ত খুবই গুরুত্বপূর্ণ বিষয়গুলি

  নিজের পায়ে দাঁড়াতে কে না চায়। সকলেই চায় জীবনে উন্নতি করতে। আর এই উন্নতির চাবিকাঠি থাকে সঠিক শিক্ষার মধ্যে। সেই কারণে সকলেই পড়শুনা করে জীবনে কিছু করে দেখাতে চায়। অনেকেরই ছোট থেকে স্বপ্ন থাকে বড় হয়ে কোন বিশেষ পদে চাকরী করবেন।

  গোটা দেশ জুড়েই বিভিন্ন জায়গায় ইউপিএসসি পরীক্ষার প্রস্তুতির জন্য কোচিং ক্লাস করানো হয়। অনেক ক্ষেত্রে পরীক্ষার্থীরা তাঁদের বাড়ি থেকে অনেক দূরে গিয়েও এই ক্লাসে যুক্ত হয়। অনেকেরই স্বপ্ন থাকে জীবনে IAS  হবেন। আর তারাই এই পরীক্ষায় নিয়ে থাকেন।

  তবে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের ইউপিএসসি পরীক্ষায় পাশ করলেই আপনি IAS হয়ে যাবেন না। এই পরীক্ষায় পাশ করার পর আপনি DM অর্থাৎ জেলা মন্ত্রী হতে পারবেন। তবে এই পদ পাওয়াও খুব একটা সহজ কাজ নয়, বছরের পর বছর ধরে মানুষ এই পরীক্ষা দিয়ে থাকেন। কিন্তু সফল হওয়ার সংখ্যা খুবই সামান্য থাকে।

  একজন ইউপিএসসি পরীক্ষায় অংশগ্রহণকারীকে অবশ্যই স্নাতক হতে হবে এবং তাঁর বয়স হতে হবে ২১ থেকে ৩২ বছরের মধ্যে। এরপর প্রিলিম, মেইন এবং ইন্টারভিউ পর্ব পেরিয়ে, তবেই একজন সর্বোচ্চ নম্বরধারী সরকারী চাকরী প্রার্থী DM হতে পারবেন।

  পরীক্ষার্থীকে অবশ্যই পরীক্ষার প্রতিটি ধাপ সম্পর্কে অবগত থাকতে হবে। সেইসঙ্গে গণিত, ইংরেজি, কারেন্ট অ্যাফেয়ার্স, হিন্দি এবং সাধারণ জ্ঞান সম্পর্কে অনেক জ্ঞান থাকতে হবে।

  এই পরীক্ষায় একজন ওবিসি ক্যাটাগরির প্রার্থীকে ৩ বছরের ছাড় দেওয়া হয়। অন্যদিকে এসসি/এসটি প্রার্থীদের ৫ বছরের ছাড় দেওয়া হয়ে থাকে। আবার এই পরীক্ষায় একজন সাধারণ বিভাগের পরীক্ষার্থী ৬ বার এই পরীক্ষা দিতে পারবেন। ওবিসি বিভাগের প্রার্থীরা ৯ বার পরীক্ষায় বসতে পারলেও, এসসি/এসটি বিভাগের প্রার্থীদের ক্ষেত্রে এমন কোন নির্দিষ্ট সীমা নেই। তবে বেতনের ক্ষেত্রে সপ্তম বেতন কমিশন অনুসারে, ৫৬১০০ টাকা মূল বেতন পেয়ে থাকেন একজন IAS।