Skip to content

গরমের ছুটিতে ঘুরে আসুন নৈনিতাল কিংবা মুসৌরী, রইল এই দুই জায়গার বিবরণ

    উত্তরাখণ্ডকে দেবতাদের জায়গা বলা হয়। সৌন্দর্য্যে ভরা এই জায়গায় তুষারাবৃত পর্বতমালা, সুন্দর উপত্যকা এবং প্রবাহিত নদী থেকে শুরু করে দূর-দূরান্তে ছড়িয়ে থাকা বিস্ময়কর তৃণভূমি, মানুষ সবকিছুই রয়েছে। তবে উত্তরাখণ্ডে অনেক হিল স্টেশনও রয়েছে। নৈনিতাল (Nainital), মুসৌরি (Mussoorie), ল্যান্সডাউন, আলমোড়া, আউলি, মুক্তেশ্বর প্রভৃতি।

    তবে উত্তরাখণ্ডের সমস্ত হিল স্টেশনের মধ্যে সর্বাধিক জনপ্রিয় জায়গা হল নৈনিতাল এবং মুসৌরি। এই দুই জায়গার মধ্যে কোনটি সেরা, তা নিয়েও নানা দ্বন্ধ রয়েছে।

    নৈনিতাল (Nainital)- ২০০০ মিটার উঁচুতে অবস্থিত এই শহরটি নৈনি লেক, সাতাল ইত্যাদি হ্রদের জন্য বিখ্যাত। এখানকার চারদিক থেকে জলে ঘেরা নৈনি হ্রদ, মানুষের চোখ ধাঁদিয়ে দেয়। সেইসঙ্গে রয়েছে তুষারাবৃত পর্বতও। এরপর স্যাটালে রয়েছে ৭ টি বিভিন্ন হ্রদের সম্মিলিত স্থান, যার রং, আকার, দিকনির্দেশ দেখতে গেলে, একটির সঙ্গে অপরটির কোন মিল নেই। প্রকৃতি প্রেমীদের কাছে এটি উপযুক্ত স্থান। বিভিন্ন ধরনের জিনিস পেয়ে যাবেন মল রোডে। আবার নয়না দেবী মন্দিরে কিছুক্ষণ বসেই আপনার মন শান্ত হয়ে যাবে।

    এখানে আপনি বোটিং, প্যাডেলিং, রাফটিং এবং গ্রুপ বোটেও যেতে পারবেন। ইচ্ছে হলে নৌকুচিয়াতাল শহর থেকে প্যারাগ্লাইডিংও করতে পারবেন আপনি। ১০ মিনিটের এই সফরে খরচ পড়বে ১০ থেকে ১২ হাজার টাকা। আবার চাইলে নৈনিতাল-কিলবুরি ট্রেক, নৈনিতাল-কাইঞ্চি ট্রেক, নৈনিতাল-বেতালঘাট ধরে ট্রেকিংও করতে পারবেন। এখানে ভিমতাল, ভাওয়ালি, মুক্তেশ্বর, আলমোড়া, কৌসানি হিল স্টেশনও রয়েছে।

    তবে আপনাকে নৈনিতাল (Nainital) যেতে হলে দিল্লী হয়ে যেতে পারেন। দিল্লী থেকে মাত্র ৩০৬ কিমি দূরে অবস্থিত নৈনিতাল। যা আপনি মাত্র ৭ ঘন্টায় দিল্লীতে পৌঁছে যেতে পারবেন। যেসকল ভ্রমণ পিপাসী মানুষ অ্যাডভেঞ্চার পছন্দ করেন, তাঁদের কাছে নৈনিতাল অন্যতম পছন্দের একটি জায়গা।

    মুসৌরী (Mussoorie)- সমুদ্রপৃষ্ঠ থেকে ২০০৫ মিটার উঁচুতে অবস্থিত মুসৌরীকে পাহাড়ের রানী বলা হয়ে থাকে। উত্তর-পূর্বে হিমালয় তুষারপাত এবং দক্ষিণে দুন উপত্যকা এবং শিবালিক রেঞ্জে সমৃদ্ধ এই এলাকা। মুসৌরী থেকে মাত্র ১৫ কিমি দূরে অবস্থিত কেম্পটি জলপ্রপাত, যা প্রাকৃতিক সৌন্দর্য্যের একটি জলন্ত উদাহরণ।

    এরপর মুসৌরী লেকে আপনি সপরিবারের সঙ্গে একটা দিন কাটানোর মধ্যে বোটিং-র আনন্দও উপভোগ করতে পারবেন। মল রোড থেকে গাড়ি করে ২০২৪ মিটার উঁচুতে রয়েছে মুসৌরির দ্বিতীয় সর্বোচ্চ পয়েন্ট গান হিলে যেতে পারেন। চারপাশে সুন্দর উপত্যকা দেখাতে পারবেন আপনি গান হিল থেকে।

    চোপ্তা, কানাতল, ধনৌলতি, তেহরি, চক্রতা প্রভৃতি হিল স্টেশন রয়েছে এখানে। তবে মুসৌরীতে (Mussoorie) খুব বেশি ট্রেকিংর জায়গ না থাকলেও, নাগ টিব্বা, হর কি দুন ট্র্যাক, ডোডিটাল ট্র্যাক, রক ক্লাইম্বিং, স্কাই ওয়াকিং, র‌্যাপেলিং, জিপ লাইন, গুহা এবং আরও অনেক অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটি করতে পারবেন।

    দিল্লী থেকে মাত্র ২০৯ কিমি দূরে অবস্থিত মুসৌরী আপনি মাত্র ৬ ঘন্টায় পৌঁছে যাবেন। উপত্যকা, জলপ্রপাত দেখতে হলে, মুসৌরী অন্যতম একটি সেরা জায়গা।

    Discover more from Entertainment News in Bengali, Latest Tollywood and Bollywood news in Bangla

    Subscribe now to keep reading and get access to the full archive.

    Continue reading