Skip to content

সুখী দাম্পত্য জীবন হলেও, অনুষ্কার এই সিনেমাগুলো একেবারেই না পছন্দ বিরাটের

    সেলিব্রিটি দম্পতিদের মধ্যে বলি অভিনেত্রী অনুষ্কা শর্মা (Anushka Sharma) এবং ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি (Virat Kohli) ফ্যানদের মধ্যে ভীষণই জনপ্রিয়। বর্তমান সময়ে তারা তাঁদের মেয়ে ভামিকাকে নিয়ে সুখেই সংসার জীবন অতিবাহিত করছেন। এই জুটির ডেটিং থেকে বিয়ে সমস্ত মুহূর্তই ফ্যানদের অজানা ছিল না। ইতালিতে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন এই সেলেব দম্পতি।

    একদিকে যেমন ভারতীয় দলের একজন খ্যাতি সম্পন্ন অলরাউন্ডার ক্রিকেটার বিরাট কোহলি, তেমনি অভিনয় জগতে অসাধারণ অভিনয়ের মধ্য দিয়ে নিজের সুনাম বজায় রেখেছেন বলি অভিনেত্রী অনুষ্কা শর্মা। তবে বর্তমান সময়ে একটা বিষয়ে সামনে এসেছে, যা স্যোশাল মিডিয়ায় ব্যাপকভাবে চর্চিত হচ্ছে।

    দুজনের মধ্যেকার সম্পর্কে কোন বিন্দুমাত্র ফাঁক না থাকলেও, অনুষ্কার (Anushka Sharma) এই ৪ টি ছবি একেবারেই পছন্দ করেন না বিরাট। রইল তালিকা-

    বম্বে ভেলভেট (Bombay Velvet)– এই ছবিতে অনুষ্কা এবং রণবীর কাপুরের অনেক সাহসী এবং রোমান্টিক দৃশ্য থাকায় এই ছবিটিও একেবারেই অপছন্দের বিরাটের (Virat Kohli)।

    পিকে (PK)– পিকে ছবিতে আমির খান প্রধান চরিত্রে থাকলেও, সুশান্ত সিং রাজপুতের সঙ্গে একাধিকবার অনুষ্কার চুম্বন দৃশ্য থাকায়, এই ছবিও না পছন্দের তালিকায় রয়েছে বিরাটের।

    NH10- এই ছবিতেও অনেক সাহসী দৃশ্য থাকায় এই ছবিটিও একেবারেই অপছন্দের বিরাটের (Virat Kohli)।

    ব্যান্ড বাজা বারাত (Band Baaja Baaraat)- অনুষ্কা (Anushka Sharma) এবং এবং রণবীর সিং অভিনীত ছবি ব্যান্ড বাজা বারাত-এ দুজনের মধ্যে চুম্বন এবং সাহসী দৃশ্য থাকায়, অনুষ্কা অভিনীত ছবির মধ্যে থেকে এই ছবিটি একেবারেই অপছন্দের তালিকায় রয়েছে বিরাটের।