Skip to content

বিতর্ক ভুলে আবার নতুন করে ভারতের জন্য গান গাইলেন রূপঙ্কর বাগচী, দেখুন ভাইরাল ভিডিও

    img 20220615 182514

    গত মে মাসের শেষের দিন থেকে আজও যেন শনির দশা চলছে রূপঙ্কর বাগচীর (Rupankar Bagchi) কপালে। আসলে তিনি ‘হু ইস কেকে ম্যান, আমি অনেক ভালো গাই’-এই মন্তব্যের জেরে আজও সমালোচনার মুখে। রূপঙ্করের এইরকম মন্তব্য করার পরই এই পৃথিবীকে বিদায় জানান বিখ্যাত গায়ক কে কে(KK)। যার ঝড় এসে পড়ে রূপঙ্করের উপর।

    img 20220615 190811

    এর পর কেটে গিয়েছে প্রায় 2 সপ্তাহ, কিন্তু এখনো জনতার ট্রোল সহ্য করতে তার পরিবারকে। তাকে ঘিরে হাজার হাজার মিম ও ভিডিও তৈরি হয় আজও সোশ্যাল মিডিয়াতে। এখন পরিস্থিতি কিছুটা নরম হলেও ট্রোল চলছে এখনো। এরই মাঝে ইসমার্ট জড়ির মঞ্চে দেখা যায় তাকে। তবে এই শো-কেউ বয়কটের দাবি তুললেন নেট জনতা। আসলে তিনি ভারত সরকারের হয়ে একটি গান রেকর্ড করেছেন।

    সম্প্রতি, দেশের বিভিন্ন প্রান্তের শিল্পীরা কেন্দ্রীয় অর্থমন্ত্রকের হয়ে একসাথে একটি গান তৈরি করেছেন। যেখানে রূপঙ্করের সাথে সৌম্যজিত, সোনু নিগম ও সুরেশের মতো শিল্পীদের এক সাথে দেখা গিয়েছে। আর এই গান দেশের প্রায় সমস্ত ভাষাকেই টার্চ করেছে। যা রেকর্ডিংয়ের সময় এক ঝলক শেয়ার করেছেন তিনি নিজেই। যেখানে শেয়ার করা ভিডিও ক্যাপশনে লেখেন, “দেশ সেবার এমন একটা উদ্যোগে অংশ নিতে পেরে আমি সম্মানীত”। কিন্তু নেটিজেনরা মনে করছে তিনি দেশপ্রেমে দেখিয়ে তার উপর চলা কটাক্ষকে আড়াল করতে চাইছে।

    img 20220615 190826

    রূপঙ্করের মন্তব্যকে ঘিরে তৈরি হয়েছিল অনেক তর্ক-বিতর্ক। অনেকেই তাকে কটাক্ষ করলেও কিছু ব্যক্তি আবার তার পক্ষ নিয়েছিল। তবে রূপঙ্কর এই রকম মন্তব্য করার পর ভুল স্বীকার করেছেন। কিন্তু ভুল স্বীকার করলেও আজও অনেক ব্যবহারকারী তার থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন। এমনকি তাকে কেন্দ্র করে এই গানটি বয়কটের দোলা দিচ্ছে। এখন এটাই দেখার কতদিন পর রূপঙ্করের ওপর থেকে এই শনির দশা কাটে।