Skip to content

নেই বিন্দুমাত্র অহংকার! প্রকাশ্য অনুষ্ঠানে সাধারণ মানুষের পাশে চুপচাপ বসে প্রোগ্রাম দেখলেন রাহুল দ্রাবিড়

    ক্রিকেট জীবনে কোনদিন মাঠে রেগে যেতে দেখা যায়নি রাহুল দ্রাবিড়কে (rahul dravid)। এমনকি তাঁকে কোনদিন চিৎকার চেঁচামেচি করতে কিংবা হইহই করতেও দেখা যায়নি। বরাবরই শান্ত খেলোয়াড় হিসেবেই পরিচিত ছিলেন তিনি। বর্তমান সময়ে ভারতীয় দলের কোচ হওয়ার পরও, নিজের স্বভাবে সামান্যতমও পরিবর্তন করেননি রাহুল দ্রাবিড় (rahul dravid)।

    তবে তাঁর এই স্বভাব শুধুমাত্র মাঠের মধ্যেই নয়, মাঠের বাইরে নিজের ব্যক্তিগত জীবনেও তিনি একজন শান্ত চরিত্রের মানুষ। সেলিব্রেটি হলেও, একজন সাধারণ মানুষের মতই জীবনযাপন করেন তিনি।

    সম্প্রতি দিনে স্যোশাল মিডিয়ায় এই রাহুল দ্রাবিড়ের এমন কিছু ছবি ভাইরাল (viral photo) হয়েছে, যা দেখে প্রশংসায় মুখর হয়েছেন নেটিজনরা। এতবড় ক্রিকেটার, এমনকি বর্তমান সময়ে ভারতীয় দলের কোচ হওয়া সত্ত্বেও তাঁর মধ্যে সামান্যতমও অহংকার নেই। আর পাঁচজন সাধারণ মানুষের মতই তাঁকে সাধারণভাবে রাস্তায় ঘুরতে দেখা যাচ্ছে।

     রাহুল দ্রাবিড়ের (rahul dravid) ভাইরাল হওয়া ছবিতে দেখা যায়, একটি বইয়ের দোকানে আর পাঁচজনের মধ্যে তিনিও আরাম করে বসে আছেন। না আছে কোন বডিগার্ড, না তাঁর মধ্যে আছে কোন তারকাসুলভ আচরণ। কোনও প্রোটোকল ছাড়াই রাহুল দ্রাবিড়কে এভাবে বসে থাকতে দেখে, অনেকেই তাঁকে চিনতে পারেননি। কারণ, সাধারণ মানুষ বিশ্বাসই করতে পারেনি, এতবড় একজন ক্রিকেটার এভাবে সেখানে বসে থাকতে পারে।

    জানা গিয়েছে, জিআর বিশ্বনাথ তাঁর নতুন বই ‘রেস্ট অ্যাশিওর্ড’ নিয়ে আলোচনা করছিলেন একটি দোকানে। আর সেখানে অনুষ্ঠান চলাকালীন মাস্ক পরিহিত অবস্থায় সেখানে উপস্থিত হয়ে চুপচাপ বসে পড়েন রাহুল দ্রাবিড়। মাস্ক পরিহিত হওয়ায় তাঁকে প্রথমটায় কেউ চিনতেই পারেনি। পরবর্তীতে তাঁকে কয়েকজন চিনতে পারে এবং তাঁর সঙ্গে ছবি তোলে এবং তাঁর থেকে অটোগ্রাফও নেয়।

    Discover more from Entertainment News in Bengali, Latest Tollywood and Bollywood news in Bangla

    Subscribe now to keep reading and get access to the full archive.

    Continue reading