Skip to content

হার মানবে সিলভার স্ক্রিনের গল্পও, ভালোবাসার টানে লন্ডন ছেড়ে ভারতেই রয়ে গেলেন বিজয়ের স্ত্রী

    img 20220628 181543

    সাউথ ইন্ডাস্ট্রির অন্যতম একজন জনপ্রিয় অভিনেতা হলেন জোসেফ বিজয় চন্দ্রশেখর ওরফে বিজয় (Vijay)। রিপোর্ট বলছে, তাঁর অভিনীত প্রায় সব ছবিই বক্স অফিস কাঁপিয়েছে। পর্দায় অভিনেত্রীদের সঙ্গে সুন্দরভাবে রোমান্স করতে তাঁর জুড়ি মেলাভার। অনস্ক্রিনে যেমন প্রেমের দৃশ্য ঝড় তোলেন এই অভিনেতা, ঠিক তেমন ভাবেই নিজের জীবনের প্রেম কাহিনীতেও রয়েছে বড়সড় টুইস্ট।

    ‘নলাইয়া থেরপু’ ছবির হাত ধরে তামিল ফিল্ম ইন্ডাস্ট্রিতে পদার্পণ করেন অভিনেতা বিজয় (Vijay)। ইতিমধ্যেই অভিনয় জীবনে প্রায় ৬৫ টিরও বেশি সুপারহিট ছবি উপহার দিয়ে দর্শকদের মনে একটা শক্তিশালী জায়গা তৈরি করেছেন এই অভিনেতা। জানা যায়, জীবনের ৪৭ টি বসন্ত পার করে ৪৮ বছরে পা রেখেছেন বিজয়।

    img 20220628 181556

    এই অভিনেতার জীবনের প্রেম কাহিনী সিলভার স্ক্রিনের যে কোন গল্পকে হার মানাতে পারে। ১৯৯২ সালে জীবনের সেরা সময় কাটাচ্ছিলেন অভিনেতা বিজয়। সেইসময় তাঁর অভিনীত ছবি ‘পাবে উনকগা’ দেশ ছাড়িয়ে বিদেশের মাটিতেও ব্যাপক সাড়া ফেলেছিল। দক্ষিণি অভিনেতা বিজয়ের অভিনয়ে মুগ্ধ তখন দর্শকরা। আর ঠিক সেইসময়ই প্রেম আসে বিজয়ের জীবনে।

    বিজয়ের এই সিনেমা দেখে অভিনেতার অভিনয়ে মুগ্ধ হন সুদূর লন্ডন নিবাসী সংগীতা সোর্নালিঙ্গাম। তাই আর দেরী না করেই ভারতের উদ্দেশ্যে রওনা দেন সংগীতা সোর্নালিঙ্গাম। লন্ডন থেকে তাঁর ভক্ত এসেছে শুনেই বেশ আবেগান্বিত হয়ে পড়েন বিজয়। নিজের বাড়িতেই আমন্ত্রণ জানান সংগীতা সোর্নালিঙ্গামকে।

    img 20220628 181631

    তারপর তাঁদের মধ্যে শুরু হয় বন্ধুত্ব। সেই বন্ধুত্বই ধীরে ধীরে প্রেমের সম্পর্কে মোড় নেয়। এরপর টানা ৩ বছর চুটিয়ে প্রেম করে ১৯৯৬ সালের ২৫ শে আগস্ট খ্রিস্টান রীতি মেনে একে অপরের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তারপর থেকে বিজয়ের (Vijay) ভালোবাসার টানে ভারতেই রয়ে গেলেন লন্ডন নিবাসী সংগীতা সোর্নালিঙ্গাম।