নতুন বছর পড়তে না পড়তেই নতুন জিনিস কেনার হিড়িক শুরু হয়ে গিয়েছে। আর তার মধ্যে প্রথম সারিতেই রয়েছে স্মার্টফোনের (smartphone) নাম! তাই আর দেরী না করে এখনই কিনে ফেলুন। কারণ, নতুন বছর শুরু হওয়ার সঙ্গে সঙ্গে শুরু হয়েছে স্মার্টফোন ক্রেতাদের পৌষমাস এবং অন্যদিকে বিক্রেতাদের সর্বনাশ।
হেভি ইনভেন্টরি সমস্যায় জর্জরিত স্মার্টফোন প্রস্তুতকারক সংস্থাগুলি নতুন বছরে বড় ডিসকাউন্ট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। কারণ, রিপোর্ট বলছে এই মুহূর্তে স্মার্টফোন প্রস্তুতকারক সংস্থাগুলির কাছে নতুন অপেক্ষাপুরনো ফোনের সংখ্যা অনেক বেশি রয়েছে।
পুরনো বছরের শেষের দিকে সংস্থাগুলো আশা করেছিল, ক্রেতাদের মধ্যে স্মার্টফোন কেনার একটা হিড়িক দেখা দেবে। কিন্তু ক্রেতারা স্মার্টফোন কিনলেও, বিক্রেতাদের আশা তাঁরা পূর্ণ করতে পারেনি। অর্থাৎ দেখা গিয়েছে, টার্গেটের থেকে অনেক কম অ্যাচিভমেন্ট করতে পেরেছে সংস্থাগুলো। যার ফলে এবার নিচ্ছে এক বড় পদক্ষেপ।
বিশেষজ্ঞদের দাবী, খুব শীঘ্রই এই স্টক খালি করতে না পারলে এই শিল্পের জন্য সবথেকে খারাপ চতুর্থ-ত্রৈমাসিক হতে চলেছে এই বছর। আর সেই কারণেই বছরের শুরু থেকেই অ্যামাজন ও ফ্লিপকার্টের মতো বড়সড় ই-কমার্স প্ল্যাটফর্মে নতুন বছরের শুরু থেকেই বিভিন্ন সংস্থা আকর্ষণীয় ডিসকাউন্ট নিয়ে হাজির হয়েছে। শুধু তাই নয়, ইতিমধ্যেই Xiaomi, Samsung এবং Realme সহ প্রায় প্রতিটি বড় স্মার্টফোন ব্র্যান্ডগুলো তাঁদের অফিসিয়াল সাইটে বড় ছাড়ের ঘোষণা করে দিয়েছে।
একদিকে পুরনো অত্যাধিক স্টকের সঙ্গে রয়েছে একাধিক নতুন স্টকও। যার ফলে চ্যানেল পার্টনাররা, অফলাইন এবং অনলাইন উভর পথেই স্টক তৈরি করার বদলে, যত দ্রুত সম্ভব এই স্টক খালি করার চেষ্টা চালিয়ে যাবে। যার ফলে আশা করা যাচ্ছে, বাজেট সেগমেন্টে হাই ইনভেন্টরি ব্র্যান্ডগুলিকে ২০২৩ সালের প্রথম দিকে নতুন মডেল লঞ্চের প্রক্রিয়া স্থগিত করার দিকে ঠেলতে পারে।
রিপোর্ট বলছে, ‘দুর্বল বিক্রি এবং হাই ইনভেন্টরি লেভেলের কারণে নভেম্বরে মান্থ-অন-মান্থ শিপমেন্টে আগের তুলনায় আরও নেমে যাওয়ার আশা করা হচ্ছে। অক্টোবরের স্টক এখনও পাইপলাইনে থাকার কারণে, ধারণা করা হচ্ছে এই নতুন বছর স্মার্টফোন ব্র্যান্ডগুলির জন্য সবথেকে খারাপ ত্রৈমাসিক হতে পারে’।