বলিউড ইন্ডাস্ট্রির একজন সফল গায়ক ছিলেন কেকে (kk)। শুধুমাত্র হিন্দি নয়, হিন্দি ছাড়াও একাধিক ভাষায় গান গেয়ে মানুষের মন জিতে নিয়েছেন এই বিখ্যাত গায়ক। কিন্তু কলকাতায় অনুষ্ঠান করতে এসে, তাঁর এভাবে পৃথিবী থেকে চলে যাওয়াটা মেনে নিতে পারছেন না অনেকেই।
কেকের (kk) এই মৃত্যুকে অপূরণীয় ক্ষতি বলে মনে করছেন তাঁর অনুরাগী থেকে সঙ্গীত জগতের ব্যক্তিত্বরা। তাঁর এই আকস্মিক মৃত্যুতে সকলেই গভীরভাবে শোকাহত। তাঁর পরিবারকে সমবেদনাও জানিয়েছেন অনেকে।
জানা যায়, অনুষ্ঠান চলাকালীন তাঁকে খুব অস্থির দেখাচ্ছিল। শরীর অসুস্থ থাকায় মাঝপথে অনুষ্ঠান থামিয়ে ব্যাকস্টেজে গিয়েও কিছুক্ষণ বসেছিলেন কেকে। কিন্তু সাময়িক বিরতি নিয়ে আবারও স্টেজে ওঠেন তিনি। হাজার হাজার দর্শকদের সামনে সুন্দরভাবে শেষ করেন তাঁর শেষ গান। হৃদরোগে আক্রান্ত হন কেকে। কিন্তু তাঁর হাতে বেশি সময় ছিল না।
এরপরই সেখান থেকে বেরিয়ে গাড়ি করে হোটেল গিয়েছিলেন। কিন্তু সেখানে বেশি অসুস্থ হয়ে পড়ায় তাঁকে হাসপাতাল নিয়ে যেতে হয়। কিন্তু শেষরক্ষা হয় না। অকালেই চলে গেলেন, সকলের প্রিয় গায়ক কেকে (kk)। শুধু রয়ে গেল তাঁর স্মৃতি ভরা গান।
কেকের মৃত্যুর পর একাধিক বিশিষ্ট মানুষজন কেকের বিষয়ে কিছু কিছু বক্তব্য রেখেছেন। দেখে নিন-
বিশাল দাদলানি (Vishal Dadlani) – কেকের সঙ্গে গানের একটি ছোট্ট অংশ শেয়ার করে তিনি লেখেন, বলিউড কখনই কেকের অভাব পূরণ করতে পারবে না। সত্যিকারের একজন ভালো মানুষ এবং একজন ভালো গায়ক ছিলেন কেকে।
ফারাহ খান (Farah Khan)- স্যোশাল মিডিয়ায় কেকের সঙ্গে নিজের ছবি শেয়ার করে ফারাহ খান লেখেন, বলিউডে তাঁর মতন ব্যক্তিত্ব আর নেই। তাঁর কথা সারাজীবন মনে রাখব।
সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherji)- কিছুদিন আগেই কেকের সঙ্গে দেখা এবং কথা হয়। কথা বলার পর মনে হল, তাঁকে যেন বহুদিন ধরে চিনি।
আনু মালিক (Anu Malik)- নিজের পরিবারকে ভালোবাসার পাশাপাশি তিনি সকলকেই ভালোবাসতেন। কারো সঙ্গে কখনও খারাপ ব্যবহার করেননি কেকে। গানের রেকর্ডিং সেরে সবসময়ই বাড়ি ফিরে যেতেন তিনি।