Skip to content

খোলা স্তনে লেগে রয়েছে অভ্র! লজ্জার মাথা খেয়ে ছবি পোস্ট উরফির

    img 20221001 153542

    ইন্টারনেট সেনসেশন “উরফি জাভেদ” (Urfi Javed) আবারও তার ভিডিওর সাথে ফ্যাশনের অদ্ভুত অনুভূতি শেয়ার করেছেন। যেটা নিয়ে তুমুল চর্চায় উরফি। যদিও প্রায়ই তার ফ্যাশন সেন্স ও অশ্লীন ড্রেসের কারণে খবরের শিরোনামে থাকেন। তাকে নিয়ে বিতর্কের শেষ নেই। সম্প্রতি তার অর্ধ নগ্ন ভিডিও দেখে রীতিমতো চক্ষু চড়কগাছ নেটিজেনদের। অদ্ভুত ধরনের ফ্যাশন তার মধ্যে বরাবরই দেখা যায়।

    img 20221001 wa0000

    তবে সদ্য প্রকাশ্যে আসা এই অশ্লীল ভিডিওটি কোন ভাবেই মেনে নিতে পারছেনা নেটিজেনদের এক অংশ। ভিডিওটি তার ইনস্টাগ্রাম পোস্ট থেকে শেয়ার করা হয়েছে। ভিডিওটি লক্ষ্য করলে দেখা যাবে উরফির নিচ অংশের পরণে শুধু মাত্র একটি হাই থাই স্লিট সিল্কের স্কার্ট। বাকি শরীরটা উন্মুক্ত, কোন কাপড়ের রেস্ নেই তার শরীরের উপরের অংশে। সম্পূর্ণ টপলেস অবস্থায় উপস্থিত করেছেন নিজেকে।

    পুরো উন্মুক্ত বক্ষ যুগল , শুধুমাত্র অভ্র দিয়ে ঢাকা রয়েছে স্তন দুটো। প্রায় নগ্ন হয়ে এই ভিডিও পোস্ট করে চর্চার তুমুল পর্যায়ে রয়েছে উরফি। এর আগেও তাকে কাঁচ, শামুক, সেপ্টিপিন ইত্যাদি দিয়ে বিভিন্ন রকম ফ্যাশন করতে দেখা গেছে। তবে এবারের বিষয়টা হয়তো অনেক বেশি দৃষ্টিকটু হয়েছে গোটা সামাজিক মহলে। তাকে নিয়ে তৈরি হচ্ছে অনেক জল্পনা, চারিদিকে উঠেছে নিন্দার ঝড়।

    সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের পক্ষ থেকে পাওয়া যাচ্ছে অনেক কুরুচিকর মন্তব্য। তার এই অশ্লীল বেশ কেউই ভালোভাবে গ্রহণ করছে না। যদিও ফ্যান ফলোইং এর দিক থেকে উরফি খুবই শক্তিশালী। তার প্রচুর ফলোয়ার্স রয়েছে। তার এই উন্মুক্ত বক্ষ যুগলের পোস্ট করা ভিডিওর কারণে তাকে ব্যাপক ট্রোল হতে হচ্ছে। যদিও উরফিরএই বিষয়ে তেমন কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।