দেশের বিভিন্ন ব্যাঙ্কে (bank) বেড়ে চলা বেওয়ারিশ টাকার দাবিদার খুঁজতে এবার মাঠে নামল আরবিআই (reserve bank of india)। সূত্রের খবর, যে আটটি রাজ্য থেকে সবচেয়ে বেশি পরিমাণে বেওয়ারিশ টাকা জমা পড়েছে, সেদিকেই নজর রয়েছে আরবিআইয়ের। রিপোর্ট বলছে, ব্যাঙ্কগুলোতে ৩৯ হাজার ২৬৪ কোটি বেওয়ারিশ টাকা জমা পড়েছিল ২০২০-২১ অর্থবর্ষে। আর সেটা বেড়ে দাড়িঁয়েছে ৪৮ হাজার ২৬২ কোটি টাকা।
এই রাজ্যগুলোর সম্পর্কে আরবিআইয়ের এক আধিকারিক জানিয়েছেন, তামিলনাড়ু, পঞ্জাব, গুজরাত, মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গ, কর্নাটক, বিহার, তেলঙ্গনা, অন্ধ্রপ্রদেশ রয়েছে এই রাজ্যগুলোর মধ্যে।
আরবিআই (reserve bank of india)-র নিয়মানুসারে, ১০ বছর ধরে কোন অ্যাকাউন্টে যদি লেনদেন না হয়, তাহলে সেই অর্থ বেওয়ারিশ হিসেবে ঘোষিত হবে। আর যেসকল অ্যাকাউন্টে লেনদেন বন্ধ রয়েছে, সেগুলো ‘ডরম্যান্ট’ বা নিষ্ক্রিয় হয়ে। আবার, রিজার্ভ ব্যাঙ্কের ডিপোজিটর এডুকেশন অ্যান্ড অ্যাওয়ারেনেস ফান্ড (ডিইএএফ বা ডেফ)-এ জমা হয় সেভিংস অ্যাকাউন্ট, ফিক্সড ডিপোজিট এবং রেকারিং ডিপোজিটের বেওয়ারিশ টাকা। তবে আরবিআই-র পক্ষ থেকে সচেতনতা অভিযান চালানোর পরও বেওয়ারিশ টাকার পরিমাণ ক্রমাগত বেড়েই চলেছে।
জানিয়ে রাখি, এই ‘ডেফ’ অ্যাকাউন্ট থেকে টাকা ফেরত পেতে হলে, গ্রাহককে প্রথমে সেই ব্যাঙ্কের সঙ্গে যোগাযোগ করতে হবে। তারপর নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে অ্যাকাউন্ট হোল্ডারের প্যান কার্ড, জন্মতারিখ, নাম এবং ঠিকানা দিয়ে সেই অ্যাকাউন্টের বিষয়ে জানতে পারবেন।
বেওয়ারিশ অ্যাকাউন্টের বিষয়ে আরবিআই (reserve bank of india) জানিয়েছে, অনেক সময় দেখা যায়, কোন অ্যাকাউন্ট হোল্ডারের মৃত্যুর পর তার পরিবার হয়ত মৃত ব্যক্তির সেই অ্যাকাউন্ট সম্পর্কে অবগতই নয়। অথবা সেখানে ভুল ঠিকানা থাকা, কিংবা নমিনি সম্পর্কে বিশদে কিছু না দেওয়া থাকলে, সেই অ্যাকাউন্ট বেওয়ারিশ বলে ঘোষিত হয়। আবার আরবিআই-র পক্ষ থেকে বহুবার ঘোষণা করার পরও দীর্ঘদিনের পরে থাকা লেনদেনহীন অ্যাকাউন্টের সংখ্যাও ক্রমাগত বেড়েই চলেছে।