বলিউড (Bollywood) ইন্ডাস্ট্রি মানেই গ্ল্যামার ওয়ার্ল্ড, এই জগতের প্রায় প্রত্যেকেই সেলিব্রেটি বা তারকা হিসেবে পরিচিত। বর্তমান তরুণ প্রজন্ম চলচ্চিত্র অভিনেতা-অভিনেত্রীদের তাদের আইডল মনে করে। আবার অনেকেই চেষ্টা করে এই পথে দৌড়ে তার ভাগ্য উজ্জ্বল করতে। তবে এই পথ মোটেও সহজ নয়। অনেক বাধা-বিপত্তি অতিক্রম করেই তারপর তারকা হওয়া যায়। ঝাঁ-চকচকে এই জগতেও লুকিয়ে আছে অনেক অন্ধকার, যা অনেকেরই অজানা। তো চলুন এই নিবন্ধে জেনে নেওয়া যাক বলিউড ইন্ডাস্ট্রির গোপন কিছু তথ্য।
অন্তরঙ্গ দৃশ্য:
বর্তমান সময়ের ছবিগুলোতে সাহসী বা অন্তরঙ্গ দৃশ্যগুলি খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। প্রায় প্রত্যেক সিনেমাই সাহসী দৃশ্য ছাড়া অসম্পূর্ণ। দর্শক আকর্ষণের একটি বিশেষ উপায় হয়ে দাঁড়িয়েছে এই অন্তরঙ্গ দৃশ্য। তবে, এই অন্তরঙ্গ দৃশ্যের কারণে অনেক অভিনেতা অভিনেত্রীদের দাম্পত্য জীবনে অশান্তির সৃষ্টি হয়। এমনকি সম্পর্ক বিচ্ছেদও ঘটে থাকে।
আন্ডারওয়ার্ল্ড যোগ:
বলিউডে আন্ডারওয়ার্ল্ড যোগ, এটা কোন নতুন বিষয় নয়। অনেকেরই জানা মমতা কুলকার্নি ও মন্দাকিনী’র মতো অভিনেত্রীদের যোগ সূত্র ছিল আন্ডার ওয়ার্ল্ডের সাথে। কেউ হয়তো বাধ্য হয়ে বা কেউ দ্রুত সাফল্যের কারণে যুক্ত ছিলেন এই ওয়ার্ল্ডের সাথে।
একাধিক সম্পর্ক:
সাধারণত অভিনেতা অভিনেত্রীদের জীবনে বিবাহ করা ও বিচ্ছেদ হওয়া কোন বড় বিষয় নয়। ইন্ডাস্ট্রিতে এমন অনেক তারকারা রয়েছেন যারা একাধিকবার বিয়ে করেছেন, এবং বিবাহ বিচ্ছেদও করেছেন। এমনকি কিছু তারকারা দাম্পত্য জীবনের মধ্যে থেকেও অন্য নারীর সঙ্গে সম্পর্কে লিপ্ত হয়েছেন। ইন্ডাস্ট্রিতে শারীরিক সম্পর্ক বা পরকীয়া খুবই সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে।
কাস্টিং কাউচ:
যেখানে কথা বলিউড কে নিয়ে সেখানে কাস্টিং কাউচের বিষয়টি থাকবে না সেটা হতে পারে। ইন্ডাস্ট্রির প্রথম দিনগুলোতে অনেক অভিনেতা অভিনেত্রীরাই এর শিকার হয়েছেন। কাস্টিং কাউচের ব্যাপারটা কঙ্গনা রানাওয়াত ও রণবীর সিংয়ের মতো তারকারা স্বীকার করেছেন। এর পাশাপাশি নেপটিজম নিয়েও বেশ জল্পনা চলে ইন্ডাস্ট্রিতে।