মানব জীবনে এমন একটি সময় আসে যখন পরিস্থিতির কারণে কারো কাছ থেকে টাকা ধার করতে হয় বা বাকি করতে হয়। কেউ সেই দেনা বা ধার পরিশোধ করেন আবার কেউ ফাঁকি দিয়ে দেন। তবে সম্প্রতি প্রকাশ্যে এসেছে দুই ভাই বোনের আবেগ ও মনুষ্যত্ব এক বিরল ঘটনা। মাত্র ২৫ টাকা ধার করেছিলেন, আর সেই ঋণ শোধ করতে সুদূর আমেরিকা থেকে ভারতে এসেছেন।
দুই এন আর আই ভাইবোন নেমানি প্রণব এবং সুচিতা ২০১০ সালে বাবার সাথে ভারতে এসেছিলেন। তারা অন্ধ্রপ্রদেশের ইউ কোথাপল্লী সমুদ্র সৈকতে বেড়াতে গিয়েছিলেন। বয়সে তারা নিতান্তই ছোট ছিল। সমুদ্র সৈকতে তারা লক্ষ করছিলো যে তাদের আসে পাশের মানুষরা কিছু খাচ্ছেন। তাদেরও ইচ্ছে হচ্ছিলো ঐ খাবারটা খেতে।
তখন তারা চিনাবাদাম বিক্রেতার কাছে যায় এবং চিনাবাদাম নেয়। কিন্তু সে সময়ে তাদের কাছে কোন টাকা ছিল। তারা একপ্রকার ধার বা বাকিতেই ২৫ টাকার চীনাবাদাম ক্রয় করেছিল। ঐ বাদাম বিক্রেতার স্মৃতি স্বরূপ তার একটি ফটো তুলে নিয়েছিল তারা। ঠিক ১২ বছর পর সেই এন আর আই ভাই বোন নেমানি প্রণব ও সুচিতা আবার ভারতে আসে সেই ২৫ টাকার ঋণ শোধ করতে।
তবে এতদিন পর সেই ব্যাক্তিকে খুঁজে পাওয়া বেশ কঠিন ছিল। কিন্তু তারা সেই চিনাবাদাম বিক্রেতা লোকটিকে খুঁজে পেতে কাকিনাডা শহরের বিধায়ক চন্দ্রশেখর রেড্ডির সঙ্গে যোগাযোগ করেন। আর তাঁর বিশেষ অনুরোধে বিধায়কও তাঁর খোঁজ শুরু করেন। এবং তাদের সাহায্যে, তিনি চিনাবাদামের লোকটিকে খুঁজে পেতে সক্ষম হন যার নাম ছিল ‘সাত্তায়া’।
বিক্রেতার পরিবারের সাথে দেখা করে তারা জানতে পারলেন যে সাত্তায়া মারা গেছেন। এটা শুনে ভাইবোন উভয়ই খুব দুঃখি হয়ে যান। অবশেষে তাদের সেই ২৫ টাকা ঋণ ফেরত বাবদ ২৫০০০ টাকা দেন সাত্তায়ার পরিবারকে। বিষয়টি সত্যিই অবাক করার মত। বর্তমান সময়ে এমন মনুষ্যত্বের মানুষ পাওয়া খুবই দুর্লভ।