Skip to content

‘ধারাবাহিকের নাম লক্ষী হলেও, পোশাক কিন্তু অলক্ষ্মীর মতো’, স্বল্পবাসনা তিয়াসাকে নিয়ে ট্রোল শুরু স্যোশাল মিডিয়ায়

    img 20220715 002227

    জি বাংলার (zee bangla) এক জনপ্রিয় ধারাবাহিক ছিল ‘কৃষ্ণকলি’ (krishnakali)। এই ধারাবাহিক দেখার জন্য সন্ধ্যে হাতে রিমোট নিয়ে টিভির সামনে বসে পড়তেন আট থেকে আশি সকলেই। বেশকয়েকবার সেরা ধারাবাহিকের পুরস্কারও পেয়ে এই ধারাবাহিক। সেইসঙ্গে পুরস্কার পেয়েছেন এই ধারাবাহিকের অভিনেতা অভিনেত্রীরাও। এই ধারাবাহিকের মধ্য দিয়ে জীবনসংগ্রামের কথা পর্দায় ফুটিয়ে তুলেছিলেন এক কালো মেয়ে শ্যামা ওরফে তিয়াসা রায় (Tiyasha Roy)। এই ধারাবাহিকের (serial) মধ্য দিয়ে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিলেন এই অভিনেত্রী।

    প্রথম ধারাবাহিক শেষ হওয়ার পর সেভাবে আর টিভির পর্দায় দেখা যাচ্ছে না তিয়াসাকে। তবে স্যোশাল মিডিয়ায় বেশ সক্রিয় থাকার কারণে, এই অভিনেত্রীর বিভিন্ন আপডেট পেতে থাকেন তাঁর ফ্যানরা। বর্তমানে এই লক্ষ্মীমন্ত ‘শ্যামা’র অপর বেজায় চটলেন নেটিজনরা। কিন্তু কেন? জেনে নিন আসল কারণ।

    img 20220715 002247

    বিষয়টা হল রিল লাইফের শ্যামা আর রিয়েল লাইফের তিয়াসা রায়ের (Tiyasha Roy) মধ্যে রয়েছে বিস্তর ফারাক। তাঁরা দুজনেই সম্পূর্ণ বিপরীত ধর্মী দুজন মানুষ। তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট দেখলেই বোঝা যায় দুজনের পছন্দ একেরবারেই আলাদা। তবে তিয়াশা আর শ্যামা পৃথক জীবনযাত্রার হলেও টিভির পর্দায় ধারাবাহিকটি বেশ জমিয়ে তুলেছিলেন বাস্তবের তিয়াশা।

    তবে সম্প্রতি সময়ে একটি প্রোমো ঘুরে বেড়াচ্ছে স্যোশাল মিডিয়্যা। যেখানে দেখা গিয়েছে তিয়াসা রায়কে। জি বাংলায় এক নতুন ধারাবাহিক ‘লক্ষ্মী’ (lakshmi) তে এবার দেখা যাবে তিয়াসা রায়কে। কিন্তু ধারাবাহিকের প্রোমো দেখেই নেটদুনিয়ায় ট্রোলের শিকার হলেন তিয়াশা। এই প্রোমতে খুব স্বল্প পোশাকে, মর্ডান লুকে দেখা গিয়েছে তিয়াশাকে। আর সেখানেই আপত্তি নেটিজনদের।

    এতদিন যাবৎ যে তিয়াশাকে দর্শক দেখে এসেছে, এখানে পুরো ভিন্ন ভাবে দেখা যাবে সেই তিয়াশাকে। যার ফলে তিয়াশার এই নতুন লুক একেবারেই মনে ধরেনি দর্শকদের। অনেকে লিখেছেন, ‘ধারাবাহিকের নাম লক্ষী হলেও, পোশাক কিন্তু অলক্ষ্মীর মতো’। আবার কেউ লিখেছেন, ‘লক্ষ্মীর সাজ যদি এমন হয়, তাহলে এর থেকে তো অলক্ষ্মীই ভালো’। এককথায় স্বল্পবাসনা তিয়াশ রায়কে (Tiyasha Roy) স্যোশাল মিডিয়ায় দেখে রীতিমত বিরক্ত দর্শকরা।