আমাদের দেশ একটি ভ্রমণ প্রিয় দেশ। তার মধ্যে গোয়ার পরিবেশ প্রদর্শন একটা আলাদা রকম ব্যাপার। গোয়া (Goa) এমন একটি জায়গা যার সাচ্ছন্দ সমুদ্র সৈকত, সামুদ্রিক খাবার, দারুন আবহাওয়া ও মনোরম পরিবেশ অন্য কোনো শহরের সাথে তুলনা করা বৃথা। সব মিলিয়ে গোয়ার এই পরিবেশ আপনার জীবনে একবার হলেও উপভোগ করতে হবে। তবে আপনি যদি এই বছর গোয়া যাওয়ার পরিকল্পনা করেন তাহলে অবশ্যই আপনাকে IRCTC-এর গোয়া স্টুর প্যাকেজের সুবিধা নিতে হবে। তাহলে চলুন জেনে নিই পুরো প্যাকেজ সম্পর্কে।
এই প্যাকেজে রয়েছে খুব অল্প টাকায় ভ্রমণ করার সুবিধা। এই একটি 4 দিন 3 রাতের প্যাকেজ ও 18,400 টাকা থেকে প্যাকেজ শুরু। এই প্যাকেজের অধীনে আপনাকে ইন্দোর থেকে ফ্লাইট নিতে হবে।
গোয়া এমন একটি জায়গা এখানে যেকোনো ঋতুতে ভ্রমণ করা মজাদারপূর্ণ। তবে এক্ষেত্রে আপনি অক্টবর থেকে জানুয়ারি পযন্ত ভ্রমণের সুবিধা নিতে পারেন। প্যাকেজটি হলো ’15th অক্টবর, 8th নভেম্বর, 12th ডিসেম্বর ও 2023-এর 1 লা জানুয়ারি’ এই তারিখ গুলিতে উপভোগ করতে পারেন।
এই প্যাকেজে থাকছে ফ্লাইটে ভ্রমণ করার সুবিধা। এছাড়া প্যাকেজে থাকছে হোটেলে থাকা খায়ার বন্দোবস্ত। ভ্রমণের সময় আপনাকে উত্তর ও দক্ষিণ উভয় গোয়ায় ঘোরানো হবে। দক্ষিণ গোয়ার দিকে জাদুঘর ও সমুদ্র সৈকত এবং উত্তরের দিকে থাকছে কান্ডলিম বিচ, বাঘা বিচ, ক্যালুংগুট বিচ, আগুয়াদা, মাঙ্গুশি মন্দির ও ওল্ড গোয়ার চার্চ-র মতো আরও অন্যান্য জায়গা প্রদর্শন করার সুবিধা।
প্রতিবেদনটি পড়ে আপনাদের অনেকের মনেই কৌতূহল জেগে উঠেছে আপনারা ভাবছেন যোগাযোগ বা বুকিং করবেন কিভাবে? আমরা আপনাকে বলি, আপনি IRCTC-র অফিসিয়াল ওয়েবসাইটে আপনি বুকিং করতে পারবেন।
তবে এই বিশেষ প্যাকেজের বাতিলের বিকল্প রয়েছে। আপনি যদি 21 দিন আগে বাতিল করেন তাহলে ফেরত পাবেন প্যাকেজের 70%, 15-21 আগে বাতিল হলে 45%, 8-14 দিন আগে বাতিল হলে 20% ফেরত পাবেন। কিন্তু, যদি 8 দিনের কম সময়ে বুকিং বাতিল করেন তাহলে কোনো ফেরত পাবেন না।