Skip to content

ছিটকে গেল অনুরাগের ছোঁয়া, জগদ্ধাত্রী না নিম ফুলের মধু কে TRP-র ১ নম্বরে?

  img 20230421 172401

  ধারাবাহিক প্রেমী মানুষজন সারা সপ্তাহ অপেক্ষা করে থাকে সাপ্তাহিক টিআরপি রেটিং জানার জন্য। তাঁদের পছন্দের ধারাবাহিক (serial) ঠিক কোন স্থানে রয়েছে, তা জানার জন্য উদগ্রীব হয়ে থাকে দর্শকরা। আবার সেইসঙ্গে আভাস পাওয়া যায়, কোন ধারাবাহিক টিআরপি রেটিংর দিক থেকে পিছিয়ে থাকায়, বাজতে চলেছে বিদায়ের ঘণ্টা।

  img 20230421 172454

   

  এবার দেখে নিন এই সপ্তাহে আপনার পছন্দের ধারাবাহিক ঠিক কোন স্থানে রয়েছে-

  প্রথম- জগদ্ধাত্রী- ৮.০- জি বাংলা।

  দ্বিতীয়- অনুরাগের ছোঁয়া- ৭.৯- স্টার জলসা।

  তৃতীয়- নিম ফুলের মধু- ৭.৮- জি বাংলা।

  চতুর্থ- গৌরী এলো- ৭.৫ – জি বাংলা।

  পঞ্চম- পঞ্চমী- ৬.৪ – স্টার জলসা।

  ষষ্ঠ- রাঙা বউ- ৬.২- জি বাংলা।

  সপ্তম- বাংলা মিডিয়াম- ৫.৯- স্টার জলসা।

  অষ্টম- খেলনা বাড়ি- ৫.৭- জি বাংলা।

  নবম- মেয়েবেলা- ৫.৬- স্টার জলসা।

  নবম- হরগৌরী পাইস হোটেল- ৬.২- স্টার জলসা।

  দশম- এক্কা দোক্কা- ৫.৪- স্টার জলসা।

  img 20230421 172659

  এই তালিকা দেখে বোঝা যাচ্ছে, এই সপ্তাহে ধারাবাহিকভাবে প্রথম স্থানে থাকা স্টার জলসার ধারাবাহিক ‘অনুরাগের ছোঁয়া’কে হারিয়ে প্রথম স্থান দখল করে নিয়েছে জি বাংলার ধারাবাহিক ‘জগদ্ধাত্রী’। অন্যদিকে দ্বিতীয় স্থানে জায়গা পেয়েছে ‘অনুরাগের ছোঁয়া’। আবার একের পর এক চমক দেখিয়ে এই তালিকায় তৃতীয় স্থান অধিকার করেছে জি বাংলার ধারাবাহিক ‘নিম ফুলের মধু’।

  img 20230421 172437

  তবে এবারের টিআরপি তালিকায় পুরনো ধারবাহিকগুলো আর জায়গা করতে পারেনি। দেখা যাচ্ছে না ‘মিঠাই’ ধারাবাহিককেও। তবে সম্প্রতি শেষ হয়ে গিয়েছে স্টার জলসার ধারাবাহিক ‘বালিঝড়’। আবার নতুন শুরু হতেই দর্শকমহলে বেশ জায়গা করে নিয়েছে স্টার জলসার ধারাবাহিক ‘কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ’।