Skip to content

সম্পত্তি দিক থেকে একাধিক বলিউড তারকাকে টেক্কা দেবেন টলিউড তারকারা, দেখুন দেব থেকে জিৎ এর মোট সম্পত্তির পরিমাণ

    img 20230429 145955

    গ্ল্যামার ওয়ার্ল্ড মানেই ঝকঝকে জমকালো জীবনধারা। এই ওয়ার্ল্ডের প্রায় প্রতিটি ব্যক্তিই তারকা হিসেবে পরিচিত। বলিউড হোক বা টলিউড ইন্ডাস্ট্রির সব সেলিব্রেটিদের বিলাসবহুল জীবনযাপন কারো অজানা নয়। উল্লেখ্য, শুধু বলিউড তারকারাই নয় পাশাপাশি বাংলা টলিউড ইন্ডাস্ট্রির অভিনেতারাও মোটা অংকের পারিশ্রমিক নিয়ে থাকেন। ভারতীয় বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি দেশের বাইরেও বেশ জনপ্রিয়। এই প্রতিবেদনে জানবো বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির এমন কিছু শীর্ষস্থানীয় অভিনেতাদের সম্পর্কে, যারা আঘাত সম্পত্তির মালিক।

    img 20230429 144411

    প্রসেনজিৎ চ্যাটার্জী (Prosenjit Chatterjee) :

    img 20230429 150410

    বাংলা টলিউড ইন্ডাস্ট্রির প্রবীণ ও শীর্ষস্থানীয় অভিনেতা প্রসেনজিৎ চ্যাটার্জী। বিগত কয়েক দশক ধরে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে রাজত্ব করে চলেছেন। রিপোর্ট অনুযায়ী, বর্তমান সময়ে অভিনেতার মোট সম্পত্তির পরিমাণ প্রায় ৪২০ কোটি টাকা।

    জিৎ (Jeet) :

    img 20230429 150236

    ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় এবং ডেসিং সুপারস্টার হল জিৎ। তার দুর্দান্ত অভিনয় দিয়ে অনেক শীর্ষে নিজের স্থান তৈরি করেছেন। জিতের সদ্য মুক্তি প্রাপ্ত প্যান ইন্ডিয়া ছবি ‘চেঙ্গিজ’, বলিউডের সাথে টক্কর নিয়ে ব্যবসা করছে। প্রসঙ্গত এই ছবির জন্য জিৎ ৪০ লাখ টাকা পারিশ্রমিক নিয়েছেন। অভিনেতার মোট সম্পত্তির পরিমাণ যেটা জানা যায়, প্রায় ৪০ কোটি টাকা।

    দেব (Dev) :

    img 20230429 150140

    মেদিনীপুরের ছেলে হয়ে টলিগঞ্জে রাজত্ব করাটা মোটেও সোজা ছিল না। জীবনের এই পর্যায়ে পৌঁছাতে বহু বাধা ও কটাক্ষের মুখে পড়তে হয়েছে অভিনেতাকে। তবে বর্তমানে তিনি একটি ছবিতে অভিনয়ের জন্য ১-২ কোটি টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, সুপারস্টার দেবের সম্পত্তির পরিমাণ প্রায় ৯৭ কোটি টাকা।