Skip to content

পরিবারের স্বপ্ন ছিল বড় হয়ে সরকারী চাকরী করবে, নীতীশ আজ বছরে আয় করে ১ কোটি টাকা

    img 20220615 114041

    ৪ ঠা অক্টোবর ১৯৮৯ সালে উত্তর প্রদেশের সুলতানপুরে জন্মগ্রহণ করেন নীতীশ রাজপুত (Nitish Rajput)। নীতীশের জন্মের প্রায় এক বছর পর তাঁর গোটা পরিবার রুদ্রপুরে কিছুদিন থাকার পর সেখান থেকে দিল্লী চলে যায়। পেশায় নীতীশের বাবা একজন আইএসপি ফার্ম চালাতেন এবং তাঁর মা ছিলেন একজন গৃহবধূ।

    পরিবারের সকলের স্বপ্ন ছিল ছেলে বড় হয়ে পড়াশুনা করে সরকারী চাকরী করবে। সেইমত ছোট থেকেই পড়াশুনায় মনযোগী ছিলেন নীতীশ। মাধ্যমিকের পর উচ্চ শিক্ষার জন্য হোস্টেলে থাকতেন এবং উত্তরপ্রদেশের গৌতম বুদ্ধ বিশ্ববিদ্যালয় (GBTU বিশ্ববিদ্যালয়) থেকে বি.টেক ডিগ্রি লাভ করেন তিনি।

    img 20220615 113920

    পড়াশুনা শেষ করে একজন উদ্যোক্তা এবং একজন ডিজিটাল সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট হিসাবে আইটি সেক্টরে প্রথম কাজ শুরু করেন নীতীশ। পাশাপাশি ইউটিউব এবং টিকটক করতেও দেখা গিয়েছে নীতীশ রাজপুতকে (Nitish Rajput)। অনুপ্রেরণাদায়ক এবং তথ্যপূর্ণ ভিডিও শেয়ার করায়, টিকটকে বেশ জনপ্রিয়তা অর্জন করেন নীতীশ।

    কিন্তু ভারতে টিকটক নিষিদ্ধ হয়ে যাওয়ার পর ইউটিউবে ভিডিও শেয়ার করতে দেখা যায় নীতীশকে। তাঁর করা শিক্ষা ব্যবস্থা নিয়ে একটি ভিডিও ব্যাপকভাবে ভাইরাল হয়েছিল স্যোশাল মিডিয়ায়। যা সেইসময় শিরোনামেও উঠেছিল।

    নীতীশ রাজপুতের (Nitish Rajput) টিকটক বনাম ইউটিউব ভিডিওটি বেশ ভালোই প্রভাব পড়েছিল মানুষের উপর। যার পরবর্তীতে রেড এফএম 93.5-এ অতিথি হিসাবেও ডাকা হয়েছিল তাঁকে। জানিয়ে রাখি, এপ্রিল ২০২০ সাল পর্যন্ত নীতীশের ইউটিউব সাবস্ক্রাইবারের সংখ্যা ছিল ৬০ হাজার। আর সেটা অক্টোবরে বেড়ে দাঁড়ায় ১ লক্ষ ৬০ হাজার। তবে ভিডিওতে সাবস্ক্রাইবারের সংখ্যার থেকে ভিউয়ারের সংখ্যা অনেক বেশি থাকে নীতীশ রাজপুতের। একটি সাধারণ ছেলে কিভাবে বর্তমান প্রজন্মের কাছে আদর্শ হতে পারে, তা প্রমাণ করে দেখিয়েছে নীতীশা।

    Red FM 93.5-কে দেওয়া এক সাক্ষাৎকারে নীতীশ জানান, বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে একটি MNC-তে ব্যবসায়িক প্রধান হিসাবে কাজ করছেন এবং Instagram এবং YouTube এর মতো ডিজিটাল প্ল্যাটফর্মগুলিতে সামগ্রী তৈরির কাজ চালিয়ে যাচ্ছেন।