জি বাংলার (Zee Bangla) ‘কৃষ্ণকলি’ (Krishnokoli) ধারাবাহিকের মাধ্যমে পেয়েছিলেন দারুণ প্রশংসা। তারপর কিছুদিন টেনিভিশন জগত থেকে দূরে থাকার পর আবারও ছোট পর্দায় ফিরছেন শ্যামা ওরফে জনপ্রিয় অভিনেত্রী তিয়াসা লেপচা (Tiyasha Lepcha)। এবার আর জি বাংলা নয়, শোনা গিয়েছে স্টার জলসার সঙ্গে জুটি বাঁধতে চলেছেন এই অভিনেত্রী।
একটা সময় জি বাংলার অন্যতম জনপ্রিয় ধারাবাহিকগুলোর মধ্যে একটি ছিল কৃষ্ণকলি। যেখানে মুখ্য চরিত্রে দেখা গিয়েছিল অভিনেত্রী তিয়াসা লেপচাকে (Tiyasha Lepcha)। অসাধারণ অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মধ্যে শ্যামা নামেই পরিচিতি পেয়েছেন এই অভিনেত্রী। দর্শকদের ভালোবাসার জোড়ে প্রায় সাড়ে তিন বছর চলেছিল এই ধারাবাহিক। আর তারপর থেকেই টলিপাড়া থেকে কিছুটা দূরে সরে গিয়েছিলেন তিয়াসা।
বিগত বছরখানেক ধরে ইউটিউব চ্যানেল খুলে সেখানে নানা ধরনের ব্লগ ভিডিও শেয়ার করতেন তিনি। এমনকি অভিনয় জগতে খ্যাতি আসার পর তাঁর ব্যক্তিগত জীবনটা বেশ ওলটপালটও হয়ে গিয়েছে। একটা সময় অভিনেতা সুবান রায়ের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেও, আজকেরদিনে সেই সম্পর্ক থেকে বেরিয়ে এসে পুরোপুরি কেরিয়ারে ফোকাস করেছেন অভিনেত্রী।
টলিপাড়ায় কান পাতলেই শোনা যাচ্ছে, এবার নতুন রূপে ধরা দিতে চলেছে তিয়াসা লেপচা (Tiyasha Lepcha)। অর্থাৎ এবার এক নতুন সিরিয়ালে দেখা যাবে এই অভিনেত্রীকে। স্টার জলসার হাত ধরে আবারও লাইট, ক্যামেরা, অ্যাকশনের সামনে আসছেন এই অভিনেত্রী। সূত্রের খবর, এই ধারাবাহিকে তাঁর বিপরীতে দেখা যাবে হানি বাফনাইকে। প্রোডাকশন হাউস টেন্ট সিনেমার এই ধারাবাহিক খুব শীঘ্রই শুরু হতে চলেছে।
যার ফলে দর্শকদের পছন্দের ‘কৃষ্ণকলি’র শ্যামা এবং ‘গ্রামের রানী বীণাপাণি’র নায়ককে একসঙ্গে দেখা যাবে। আর এই নতুন জুটিকে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে দর্শকরা।