‘দ্য গ্রেট খালি’-র আগে আন্তর্জাতিক স্তরে WWE-র জগতে এমন কোন ভারতীয় কুস্তিগীর এত সুনাম অর্জন করতে পারেননি। দীর্ঘদিন পর আবার এক ভারতীয় কুস্তিগীরের নাম সংবাদ শিরোনামে উঠে এসেছে। বীর মহান (veer mahaan) নামক এই কুস্তিগীর আশ্চর্যজনকভাবে নিজের ক্ষমতা প্রদর্শন করেছেন।
খোলা চুল, কপালে শিবের টিকা লাগিয়ে WWE-র রিং-এ নামেন কুস্তিগীর বীর মহান। বক্সিং রিং-এ প্রতিপক্ষ থেকে তুলে ধরে ছুঁড়ে ফেলে দেওয়ার ক্ষমতা রাখে বীর মহান (veer mahaan)। সম্প্রতি স্যাম সোডার্সের বিরুদ্ধে বক্সিং-র ম্যাচ ছিল বীর মহানের। সেখানে তিনি প্রতিপক্ষকে বক্সিং রিং থেকে বের করে শান্ত হন।
If you ask me why I work so hard.
This is why.
This. All about my fans. Anyone says any different, they're lying. pic.twitter.com/a79EKy6njX— Veer Mahaan (@VeerMahaan) April 5, 2022
উত্তরপ্রদেশের গোপীগঞ্জের বাসিন্দা বীর মহানের আসল নাম রিঙ্কু সিং রাজপুত। ৯৮৮ সালের ৮ মে তিনি এক ট্রাক চালকের বাড়িতে জন্মগ্রহণ করেন। ৯ ভাইয়ের সংসারে ছট থেকেই কুস্তির প্রতি টান ছিল বীর মহানের (veer mahaan)। শুধুমাত্র WWE তেই নয়, সর্বত্রই বীর মহানের চেরাহা নিয়ে আলোচনা শুরু হয়েছে।
স্কুল জীবনে জুনিয়র ন্যাশনালে জ্যাভলিন থ্রো-তে পদক জিতেছিলেন তিনি। এরপর গুরু গোবিন্দ সিং স্পোর্টস কলেজে ভর্তি হওয়ার পর ভারতীয় রিয়েলিটি টিভি শো দ্য মিলিয়ন ডলার আর্ম-এ বেসবল থ্রোয়ারদের সঙ্গে অংশ নিয়েছিলেন। শুধু তাই নয়, সেখান থেকে জয়ী হয়ে ফিরে আসেন তিনি। ১৪০ কিমি প্রতি ঘণ্টা গতিতে বেস বল করেছিলেন তিনি।
প্রথমে সেভাবে বেস বল না খেললেও, এই জয়লাভের পর আমেরিকায় গিয়ে পিটারবার্গ পাইরেটসের হয়ে খেলা শুরু করেন তিনি। এইভাবে খেলতে খেলতে ২০১৮ সালে রিঙ্কুর মন ভরে যাওয়ায় কুস্তির দিকে এগিয়ে যান তিনি। এরপর WWE-তে যোগ দিয়ে সৌরভ গুর্জর সঙ্গে জুটি বেঁধে ‘দ্য ইন্দাস লায়ন’ এবং ডব্লিউডব্লিউই এনএক্সটি-তে অংশ নিয়েছিলেন। পরবর্তীতে জিন্দার মহল নামে এক কুস্তিগীরও অংশ নেয় তাঁদের সঙ্গে।
কুস্তির দুনিয়ায় এই কুস্তিগীরের ওজন প্রায় ১২৫ কেজি এবং উচ্চতা ৬ ফুট ৪ ইঞ্চি। বক্সিং রিং-এ আসার আগে তাঁকে কখনও কালো আবার কখনও গেরুয়া পোশাকে দেখা যায়। শুধু তাই নয়, কপালে শিবের তিলক, গলায় রুদ্রাক্ষ এবং হাতে রাম লেখা দেখা যায়। ইতিমধ্যেই ১২ টি ম্যাচ জিতে সংবাদ শিরোনামে চলে এসেছেন এই কুস্তিগীর।